নতুন প্রজন্মের রাজনৈতিক প্ল্যাটফর্ম ইউনাইটেড পিপলস বাংলাদেশের (আপ বাংলাদেশ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার ছয় সদস্যের জেলা কমিউনিকেশন টিম গঠন করা হয়েছে।
সোমবার (৭ জুলাই) দুপুরে সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিউনিকেশন টিমের সদস্যরা হলেন- রিদওয়ান মোহাম্মদ, সাঈদ হাসান, মো. রাইয়ান আলী রিফাত, সাব্বির হোসেন নিপু, মো. আকিব হোসাইন এবং আবরার বিন সেলিম।
সংগঠনটির নেতারা জানান, “জুলাই বিপ্লবের চেতনাকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে মানবিক রাজনীতির বার্তা ছড়িয়ে দেওয়া এবং চারটি রাহুগ্রাস তথা ফ্যাসিবাদ, আধিপত্যবাদ, ধর্মবিদ্বেষ ও দুর্নীতি থেকে সমাজকে মুক্ত করতে আপ বাংলাদেশ বদ্ধপরিকর।”