শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৭ অপরাহ্ন

জকিগঞ্জে দীর্ঘ ৪০ বছর পর ইমামকে বিদায় সংবর্ধনা

  • প্রকাশের সময় : ০৩/০৭/২০২৫ ১১:৫৭:৫৬
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি সংগৃহিত
Share
22

জকিগঞ্জের বারঠাকুরী গ্রামের আল ফালাহ জামে মসজিদের ইমামকে দীর্ঘ ৪০ বছর পর অবসরজণিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।


বৃহস্পতিবার বিকেলে স্থানীয় মসজিদে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিলেট মহানগর ইমাম সমিতির সভাপতি ও মসজিদ কমিটির সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব। মাওলানা সিরাজুল ইসলাম মুসার পরিচালনায় বক্তব্য দেন সংবর্ধিত অতিথি, দীর্ঘ ৪০ বছরের ইমাম আলহাজ্ব মাওলানা আব্দুল কাদির, তালিমুল ক্বোরআন মহিলা একাডেমির মুহতামিম মাওলানা হাম্মাদ হোসাইন, রাজনীতিবিদ আখতার হোসেন রাজু, সমাজকর্মী মো. আবিদুর, সাবেক মেম্বার সিরাজুল ইসলাম, বর্তমান মেম্বার বদরুল ইসলাম, মাওলানা ফয়জুর রহমান,মাওলানা সুফিয়ান আহমদ,হাফিজ মাওলানা সাদিকুর রহমান, মাওলানা নাজির উদ্দিন জিবান মাও: হাফিজ নোমান আহমদ, নাজির উদ্দিন, জলাল উদ্দিন, আব্দুল মালিক, মাসুক,ফারুক, ডালিম আহমদ, জয়নাল আবেদীন, নাজমুল হোসাইন, বাবলু আহমদ, শাহাজাহান, শাহাদাত হোসাইন, জুনেদ আহমদ ফখরুল ইসলাম,আলতাফ হোসাইন,দেলোয়ার, তানহার আহমদ,জামিল,কাওসার সহ অনেকেই।


সভায় নগদ টাকা, সম্মাননা ক্রেস্ট, মানপত্র, কাপড় সহ বিভিন্ন উপহার সামগ্রী বিদায়ী ইমামের হাতে তুলে দেওয়া হয়। সভা শেষে মোটরশোভাযাত্রা সহকারে সোনাসার হয়ে উত্তরকুল নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয় ইমামকে। ব্যতিক্রমী এমন প্রশংসনীয় আয়োজনে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।  মহল্লাবাসী, এলাকাবাসী সহ সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন তরুণ বয়সে ইমামতিতে এসে বার্ধ্যক্ষ উপনিত হয়ে অবসরে যেতে হয়েছে। তিনি সকলের প্রতি দোয়া চেয়েছেন।


সিলেট প্রতিদিন / Sl


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি