মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ১২:৪১ অপরাহ্ন

ধর্মপাশায় গ্রাম আদালতের কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে লিফলেট বিতরণ

  • প্রকাশের সময় : ২৮/০৬/২০২৫ ১১:১০:৩৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি সংগৃহিত
Share
21

সুনামগঞ্জের ধর্মপাশায় গ্রাম আদালতে বিচারিক কার্যক্রম সম্পর্কে প্রচার প্রচারনা চালিয়েছে  উপজেলা সদর ইউনিয়ন পরিষদ। 


গ্রাম আদালত সম্পর্কে জনসাধারণকে সচেতনতা তৈরির লক্ষ্যে শনিবার সকাল (২৮ জুন) সাড়ে ১১টার দিকে উপজেলা সদর বাজারে লিফলেট বিতরণ করেন ইউপি চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু, সচিব আতাউর রহমান তুষার, উপজেলা সমন্বয়কারী গ্রাম আদালত প্রকল্প কর্মকতা মাহাবুবুল আলম ও ইউপি সদস্যগন। 


এসময় স্থানীয় সাংবাদিকদের প্রশ্নোত্তরে হিমু জানান, অল্প সময়ে, স্বল্প খরচে, সঠিক বিচার পেতে গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে ব্যাপক প্রচার ও প্রসার করার জন্য সমন্বিত পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। স্থানীয় সরকার, জনপ্রতিনিধি, সুশীল সমাজ এবং অন্যান্য অংশীদারদের সহযোগিতা ও অংশগ্রহণের মাধ্যমে গ্রাম আদালতকে জনগণের কাছে আরও জনপ্রিয় করে তোলা সম্ভব। গ্রামের কতিপয় ক্ষুদ্র ক্ষুদ্র দেওয়ানী ও ফৌজদারী বিরোধ নিষ্পত্তি করার লক্ষ্যে গ্রাম আদালতের কার্যক্রম চালু করা হয়েছে বলেও জানান তিনি।


সিলেট প্রতিদিন / Sl


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি