মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০১:১৩ অপরাহ্ন

মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বানিয়াচং উপজেলা কমিটি পুনর্গঠন

  • প্রকাশের সময় : ২২/০৬/২০২৫ ১০:৩৬:৫৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি সংগৃহিত
Share
94

বানিয়াচং প্রতিনিধি।। বাংলাদেশ মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বানিয়াচং উপজেলা শাখার কমিটি পুনর্গঠন করা হয়েছে। 


গতকাল রবিবার সকাল ১০টায় আশরাফিয়া মাদ্রাসা মিলনায়তনে সভাপতি মাওলানা সাইদুর রহমান খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ শিব্বির আহমদ আরজু এর পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 


এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট বিভাগীয় সভাপতি কে এম মিনহাজ।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট বিভাগীয় সাধারণ সম্পাদক ক্বারী আব্দুল হাকিম, জেলা সভাপতি মাওলানা আবু তৈয়্যব মোজাহিদী, সাধারণ সম্পাদক মাওলানা তাফাজ্জুল হক, সিনিয়র সহ-সভাপতি মুফতি ফায়যুল কারীম, সহ-সভাপতি মাওলানা আবু নাসের খান, কোষাধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান  ও আজমিরীগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা তারিফ বিন শামস। 


সর্বসম্মতিক্রমে মাওলানা সাইদুর রহমান খান সভাপতি, হাফেজ শিব্বির আহমদ আরজু সাধারণ সম্পাদক ও হাফেজ মাওলানা ফাহিম আহমদকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি পুনর্গঠন করা হয়। 


অন্যান্য দায়িত্বশীলগণ হলেন, সিনিয়র সহ-সভাপতি মাওলানা শায়খ সিরাজুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা মাসুদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল আজিজ, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা ফাহিম আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, কোষাধ্যক্ষ মাওলানা মোবারক আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা লুৎফুর রহমান, সহ-দফতর সম্পাদক মাওলানা আঃ সালাম, তালিম ও তরবিয়ত সম্পাদক হাফেজ সাবাজুল হাসান, আইসিটি সম্পাদক মাওলানা কাউসার আহমদ, দূর্যোগ ও ত্রাণ সম্পাদক মাওলানা জয়নাল আবেদীন, পরিবেশ সম্পাদক মাওলানা শামীম আহসান, মক্তব সম্পাদক মাওলানা ফাহিম আহমদ, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক হাফেজ হাফিজুর রহমান, দফতর সম্পাদক মাওলানা মোশারফ হোসেন। 


নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করেন উপজেলা নেতৃবৃন্দ। 


প্রধান অতিথির বক্তব্যে কে এম মিনহাজ বলেন, বাংলাদেশ মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ একটি সক্রিয় সংগঠন। এ সংগঠনের মাধ্যমে শিক্ষকরা ঐক্যবদ্ধ হয়েছেন। এ ক্ষেত্রে নিজেদের ন্যায্য অধিকার আদায়ে সবাইকে সচেতন থাকতে হবে। 


সিলেট প্রতিদিন / Sl


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি