মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০১:৪৩ অপরাহ্ন

হবিগঞ্জে নিয়োগ পরীক্ষায় জালিয়াতি; ভুয়া পরীক্ষার্থীর কারাদণ্ড

  • প্রকাশের সময় : ২০/০৬/২০২৫ ০৪:৩৬:২২
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি সংগৃহিত
Share
17

হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি করে ভুয়া পরীক্ষার্থী সেজে পরীক্ষা দেয়ার সময় এক যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে।  


শুক্রবার দুপরে হবিগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ উল্লাহ এই দণ্ডাদেশ প্রধান করেন। দণ্ডপ্রাপ্ত যুবক বানিয়াচং উপজেলার যাত্রাপাশা মহল্লার বিধান চন্দ্র দেবের পুত্র প্রণব চন্দ্র দেব।

জানা যায়, শুক্রবার সকাল ১০টায় হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নিয়োগ পরীক্ষা চলছিল।

এসময় শহরের বিয়াম স্কুল পরীক্ষা কেন্দ্রে জালিয়াতির মাধ্যমে ভুয়া পরীক্ষার্থী সেজে নির্ধারিত পরীক্ষার্থীর পরিবর্তে প্রনব চন্দ্র দেব পরীক্ষায় বসলে বিষয়টি নজরে আসে কর্তব্যরত ম্যাজিস্ট্রেটের।  

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এক মাসের কারাদন্ড ও দুইশত টাকা জরিমানা করা হয়। দন্ডাদেশ দেয়ার পর তাকে হবিগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়।


সিলেট প্রতিদিন / Sl


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি