শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৪ অপরাহ্ন

লড়াই করেও হেরে গেল বাংলাদেশ

  • প্রকাশের সময় : ১০/০৬/২০২৫ ০৯:২৬:৪৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি সংগৃহিত
Share
60

জাতীয় স্টেডিয়ামে ফিরেছে আন্তর্জাতিক ফুটবল, উত্তেজনায় ভরা ছিল পুরো গ্যালারি। তবে সেই ম্যাচে সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে হেরে গেছে বাংলাদেশ। প্রথমার্ধের শেষ এবং দ্বিতীয়ার্ধের শুরুতে গোল হজম করে পিছিয়ে পড়ে স্বাগতিকরা। যদিও দ্বিতীয়ার্ধে দুর্দান্ত কামব্যাকের চেষ্টা করে বাংলাদেশ, রীতিমতো নাভিশ্বাস উঠে যায় র‍্যাংকিংয়ে ২২ ধাপ এগিয়ে থাকা সিঙ্গাপুরের।


এই হার বাংলাদেশের জন্য বড় ধাক্কা, কারণ এশিয়ান কাপের বাছাইপর্বে টিকে থাকার সমীকরণ এখন আরও কঠিন হয়ে পড়েছে।


৪ জুন ভুটানের বিপক্ষে জয় দিয়ে ক্যাম্পেইন শুরু করেছিল বাংলাদেশ। তবে আজকের ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে রক্ষণভাগের কিছু ভুলেই সব গড়বড় হয়ে গেল।


প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে এবং দ্বিতীয়ার্ধের শুরুতে দুটি গোল হজম করে স্বাগতিক দল। দ্বিতীয় গোলটি করেন সিঙ্গাপুরের তারকা ফরোয়ার্ড ইখসান ফান্দি।


তবে ম্যাচ থেকে বাংলাদেশ পুরোপুরি হারিয়ে যায়নি। বরং দ্বিতীয়ার্ধে দুর্দান্তভাবে ফিরে আসে দলটি।

ম্যাচের ৬৭তম মিনিটে হামজা চৌধুরীর পাস থেকে অসাধারণ ফিনিশিংয়ে গোল করেন রাকিব হোসেন। সেই গোলেই গ্যালারিতে ছড়িয়ে পড়ে চিৎকার আর উল্লাস।

শেষ সময় পর্যন্ত সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ। একের পর এক আক্রমণে ব্যতিব্যস্ত হয়ে পড়ে সিঙ্গাপুরের ডিফেন্স। তবে সমতায় ফিরতে পারেনি স্বাগতিকরা।


সিলেট প্রতিদিন / Sl


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি