রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৩ পূর্বাহ্ন

কোথায় ঈদের নামাজ আদায় করলেন সিলেটের হামজা-ফাহমিদুলরা?

  • প্রকাশের সময় : ০৭/০৬/২০২৫ ১১:৩৮:১৯
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি সংগৃহিত
Share
66

এশিয়ান কাপ বাছাইপর্ব সামনে রেখে যখন জাতীয় ফুটবল দলের কঠোর অনুশীলন চলছে, তবে এর মাঝেও ঈদুল আজহার আনন্দও ছুঁয়ে গেল দলের খেলোয়াড়দের মাঝে। ছুটি না পেলেও ঈদের সকালটা দলগত একতা ও বন্ধনের দৃষ্টান্ত হয়ে উঠল জাতীয় দলের ক্যাম্পে থাকা ফুটবলারদের জন্য।


রাজধানীর শাহবাগে অবস্থিত চাঁদ মসজিদে ঈদের জামায়াতে অংশ নিয়েছেন হামজা চৌধুরী, জামাল ভূঁইয়া, ঈসা ফয়সাল, ফাহমিদুল ইসলামসহ দলের অন্যান্য সদস্যরা। ঈদের নামাজ শেষে তারা ফিরে যান টিম হোটেলে। যদিও ঈদের দিন, তবুও বিকেলে থেমে থাকবে না অনুশীলন। নির্ধারিত সময় অনুযায়ী বাফুফে জাতীয় স্টেডিয়ামে হবে দলের ট্রেনিং সেশন।

ঈদের বিশেষ দিনে দুপুর ২টা পর্যন্ত পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটানোর সুযোগ পেয়েছেন খেলোয়াড়রা। তবে ঈদের আনন্দের পাশাপাশি চোখ থাকছে ১০ জুনের গুরুত্বপূর্ণ ম্যাচের দিকে, যেখানে সিঙ্গাপুরের মুখোমুখি হবে হ্যাভিয়ের ক্যাবরেরার দল।

এর আগে, ৪ জুন ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে ২-০ ব্যবধানে জয় পেয়ে আত্মবিশ্বাসে টইটম্বুর দলের খেলোয়াড়রা। ওই ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন ব্রিটিশ-বাংলাদেশি মিডফিল্ডার হামজা চৌধুরী ও তরুণ তারকা ফাহমিদুল ইসলাম। সামিত সোমও এসেছিলেন বিদেশ থেকে, যদিও ম্যাচের দিন সকালে ঢাকায় পৌঁছানোয় তিনি একাদশে ছিলেন না।

ভুটান ম্যাচের পর আর দেশে ফেরেননি হামজা ও ফাহমিদুল। দলের সঙ্গেই থেকে যাচ্ছেন তারা, প্রস্তুতি নিচ্ছেন সিঙ্গাপুরের বিপক্ষে গুরুত্বপূর্ণ লড়াইয়ের জন্য। ঈদের নামাজেও তাদের দেখা গেছে সাদা পাঞ্জাবিতে, যেন মাঠের বাইরেও ফুটে উঠছে দলীয় ঐক্যের প্রতিচ্ছবি।

ঈদের আনন্দ আর জাতীয় দায়িত্ব—দুটো একসাথে সামলে নিচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ঈদের দিনে এ দৃশ্য যেন হয়ে উঠল প্রেরণার উৎস, যে কোনো গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে এমন একতা জয়ের বার্তাই বহন করে।


সিলেট প্রতিদিন / Sl


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি