হবিগঞ্জ জেলার বানিয়াচংইয়ের বড় বাজারে এন আর বি সি ব্যাংক পিএলসি'র বানিয়াচং উপশাখার শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২১ মে) অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এন আর বি সি ব্যাংক পিএলসি'র সিলেট জোনের এফভিপি ও জোনাল হেড মোঃ কামরুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও বড়বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ লূথফুর রহমান, বানিয়াচং উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস এম খোকন, এন আর বি সি ব্যাংক পিএলসি'র সিলেট শাখা ব্যবস্থাপক আব্দুল কাদির তালুকদার, হবিগঞ্জ শাখা ব্যবস্থাপক আলাউদ্দিন সাব্বির, পুবালি ব্যাংক বানিয়াচং শাখার ম্যানেজার নোমান মিয়া।
এন আর বি সি ব্যাংক পিএলসি'র বানিয়াচং উপশাখার ম্যানেজার সভাপতিত্বে ও সুমাইয়া বিনতে জিয়াউদ্দিনের সঞ্চালনায় অনুষ্টানে গ্রাহক ও শুভানুধ্যায়ীদের নিয়ে মোনাজাত পরিচালনা করেন মাওনালা জাফর আহমদ সিরাজি।