বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৮ অপরাহ্ন

শাবিতে ‘শিক্ষা ও গবেষণায় নৈতিক বিষয়’ শীর্ষক সেমিনার

  • প্রকাশের সময় : ১৪/০৫/২০২৫ ০৩:৩৫:৪১
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
57

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অনুষ্ঠিত হয়েছে ‘শিক্ষা ও গবেষণায় নৈতিক বিষয়’ শীর্ষক সেমিনার। সেমিনারের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)।  


বুধবার (১৪ মে) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে সেমিনারটি শুরু হয়। এতে বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষক অংশ নেন।


সেমিনারে আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. সালমা আখতারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম।


বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য বলেন, গবেষণা সংক্রান্ত কার্যক্রমে নৈতিকতার গুরুত্ব অপরিসীম। এজন্যই ইথিক্যাল বোর্ড গঠিত হয়েছে এবং তাদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিগগিরই ইথিক্যাল বোর্ডের জন্য একটি স্বতন্ত্র অফিস প্রতিষ্ঠা করা হবে। 


শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা যেন পাঠ্যক্রমের (কারিকুলাম) কোন অংশ বাদ না দিয়ে সম্পূর্ণ কোর্স শেষ করি। সেমিনারটি অংশগ্রহণকারীদের জন্য উপকারী ও ফলপ্রসূ হবে হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।


সেমিনারে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সদস্য অধ্যাপক ড. এস. এম. কবীর। এ সময় তিনি শিক্ষকদের শিক্ষাদান ও গবেষণায় নৈতিকতা বজায় রাখতে বিভিন্ন ধরণের পদ্ধতি ও পরামর্শ প্রদান করেন। একইসাথে সেমিনারে অংশ নেওয়া শিক্ষকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।


সেমিনারে আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. আবু হায়াত মিঠু ও অধ্যাপক ড. মো. আব্দুল হামিদের সঞ্চালনায় বিশেষ অতিথি বিশ্ববিধ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন।


সিলেট প্রতিদিন / এএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি