সিলেটের বিয়ানীবাজারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মৎস্য খামার দখলের অপচেষ্টা ও খামার থেকে জোরপূর্বক মাছ লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত ২২ মার্চ শনিবার উপজেলার চারখাই ইউনিয়নের ঢেউনগর গ্রামে এ ঘটনা ঘটে।
এবিষয়ে খামার মালিক ছালেহ আহমদ রাজা বিয়ানীবাজার থানায় অভিযোগ ও আদালতে মামলার আবেদন করেছেন।
স্থানীয় ও মামলার আবেদন সুত্রে জানা যায়, বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের বাগবাড়ী গ্রামের মৃত মখদ্দছ আলীর ছেলে ছালেহ আহমদ রাজা একই ইউনিয়নের ঢেউরনগর মৌজায় নিজের মালিকাধীন জমিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মৎস্য খামার গড়ে তোলে দীর্ঘদিন যাবত মাছ চাষ ও কৃষি ক্ষেত করে আসছেন। বিগত সরকারের আমলে খামারটি দখলে নিতে একটি চিহ্নত কুচক্রি মহল মিথ্যা মামলা দিয়ে তাকে কারাগারে পাঠিয়ে খামারটি জবর-দখল করে নেয়। কারাগার থেকে বের হয়ে তিনি জবর-দখলকারীদের বিরুদ্ধে মামলা করলে উচ্চ আদালত থেকে তার পক্ষে রায় আসে।
খামার মালিকের অভিযোগ, এলাকার কিছু সন্ত্রাসী গত ২২ মার্চ শনিবার তার খামার থেকে মাছ লুট করে নিয়ে যায়। এসময় তিনি বাঁধা দিলে সন্ত্রসীরা তাকে প্রাণনাশের হুমকি দেয়। এছাড়াও ওই সন্ত্রাসীরা তার অগোচরে সুযোগ পেলেই খামার থেকে মাছ ধরে নেয় বলে অভিযোগ করেন এই খামারী। তিনি জানান- এ পর্যন্ত কয়েক লক্ষ টাকার মাছ লুট নিয়ে গেছে সন্ত্রাসী গ্রুপ। সন্ত্রাসীদের অব্যাহত হুমকিতে তিনি বর্তমানে অসহায় হয়ে এবিষয়ে পদক্ষেপ নিতে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানিয়েছেন।
এবিষয়ে জানতে চাইলে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ মোঃ আশরাফ উজ্জামান বলেন, ফিসারীর বিষয়ে তিনি একটি অভিযোগ দিয়েছেন জেনেছি। বিস্তারিত তদন্ত সাপেক্ষে জানা যাবে।