বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৭:৩৬ অপরাহ্ন

সিলেটে শহীদ ১০ পরিবারের মধ্যে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ঈদ উপহার

  • প্রকাশের সময় : ২৮/০৩/২০২৫ ১২:২৫:০৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
116

সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত শহীদ পরিবারের মধ্যে জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।


বৃহস্পতিবার দিনব্যাপী সিলেটের গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলায় ১০ শহীদ পরিবারের বাড়ি বাড়ি গিয়ে ঈদ উপহার বিতরণ করেন তারা।


জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট তারেক রহমানের নির্দেশনায়, নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম তত্ত্বাবধানে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ বীরদের স্বজনের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।


ঈদ উপহার বিতরণ কর্মসূচির আহ্বায়ক কৃষিবিদ আনোয়ারুল নবী মজুমদার বাবলা ও সদস্য-সচিব ডা: মোস্তফা আজিজ সুমনের সহযোগিতায় কর্মসূচিতে সিলেট বিভাগীয় কমিটির আহ্বায়ক সাংবাদিক হাফেজ আল আসাদ সাঈদ খাঁন, সদস্য সচিব অধ্যাপক ড. খাইরুল ইসলাম এর  তত্ত্বাবধানে জিয়াউর রহমান ফাউন্ডেশন সিলেট বিভাগের সদস্যবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, প্রকৌশলী প্রফেসর ড. মো. ইকবাল (শাবিপ্রবি)এর শাবিপ্রবির নৃ-বিজ্ঞান বিভাগের অধ্যাপক প্রফেসর আ. ফ. ম. জাকারিয়া, লোক প্রশাসন বিভাগের প্রফেসর ড. মো. আশরাফ সিদ্দিকী, এফইটি বিভাগের প্রফেসর জি. এম রবিউল ইসলাম, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মো. সামিউল আহসান তালুকদার, সিলেট জেলা যুবদলের যুগ্ম সম্পাদক লিটন আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক ও ইউপি সদস্য মাহমুদুল হাসান বাচ্চু প্রমুখ।


এসময় শহীদ পরিবারের মধ্যে তারেক রহমানের স্বাক্ষরিত বিশেষ লেখা একটি চিঠি তাদের হাতে তুলে দেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের সদস্যবৃন্দে।


পরে তারা গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পালের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় শহীদ তাজ উদ্দিন আহমদের শিশু কন্যাদের লেখাপড়া ও ভবিষ্যৎ জীবনের করণীয় নিয়ে আলোচনা করেন তারা। উপজেলা নির্বাহী অফিসার এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।


এরআগে গত মঙ্গলবার (২৫ মার্চ) থেকে সিলেট বিভাগে বৈষম্যবিরোধী আন্দোলনে ৩০ শহীদ বীরদের পরিবারের মধ্যে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করা হয়। 


সিলেট প্রতিদিন / এমএম


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি