শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ০৪:১৪ অপরাহ্ন

দক্ষিণ সুরমায় এ্যামেতি ৩য় মেরিট স্কলারশিপ প্রদান

  • প্রকাশের সময় : ১৩/০২/২০২৫ ১০:২৪:০৩
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
30

দক্ষিণ সুরমায় সামাজিক সংগঠন এ্যামেতি’র উদ্যোগে এ্যামেতি ৩য় মেরিট স্কলারশিপ অনুষ্ঠান বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় কামাল বাজার হাজী রাশিদ উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়।


এ্যামেতি’র যুগ্ম-আহবায়ক মোঃ জায়দুল ইসলাম দুলালের সভাপতিত্বে ও যুগ্ম-আহবায়ক শাহেদ আহমদের সঞ্চালনায় শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন হাজী রাশীদ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) বিশ্বনাথ চক্রবর্তী।


প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- একটি সুন্দর সমাজ বিনির্মাণে তরুণদের ভূমিকা অপরিসীম, আজ যারা এই সংগঠনের মাধ্যমে কোমলমতি ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান করেছে তারা অত্র এলাকায় এক উজ্জ্বল দৃষ্টন্ত স্থাপন করলো। সমাজে  ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও সম্প্রীতির মাধ্যমে কাজ করে তারা সমাজ তথা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে। আমার বিশ্বাস আজ যারা বৃত্তি পেয়েছে তারা একদিন উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করবে। তাদের আলোয় আলোকিত হবে ভুবন।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজী রাশীদ আলী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রমজান আলী, সিনিয়র সহকারী শিক্ষক আহসান হাবিব চৌধুরী, হাজী হামিদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুক আহমদ, হাজী তাহির আলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আজম আলী, আনোয়ার হোসেন। 


অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী আব্দুল কুদ্দুস, শিক্ষানুরাগী শেখ নাছির উদ্দিন, হাজী রাশীদ আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আবদুল কাইয়ুম (মকুল) ও এনামুল হক (মাক্কু), মো: বাবলু মিয়া শিক্ষক, খাজাঞ্চীগাঁও এস এ খান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোছাঃ রুবি বেগম, অনলাইনে যুক্ত ছিলেন এ্যামেতির আহ্বায়ক শামীম হোসাইন (ফ্রান্স প্রবাসী), সদস্য- কয়েছ আহমদ, আব্দুল্লাহ আল মামুন, আনোয়ার হোসেন, আলী হোসেন, শামীম আহমদ ও শেখ নাদিম।


ছাত্র ছাত্রীদের পক্ষে বক্তব্য রাখেন ৮ম শ্রেণির ছাত্রী জান্নাতুল ফেরদাউস (রুহি), পবিত্র কোরআন তেলাওয়াত করেন ৯ম শ্রেণির ছাত্র নাহিদ আহমেদ। অনুষ্ঠানে মোট ৩০ জন ছাত্র-ছাত্রীকে এ্যামেতি ৩য় মেরিট স্কলারশিপ-২০২৫ এ বৃত্তি প্রদান করা হয়।


সিলেট প্রতিদিন / এএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি