মৌলভীবাজারের জুড়ীতে মোটরসাইকেলের ধাক্কায় ইসমাইল হোসেন (১৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার বিকালে উপজেলার বিশ্বনাথপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইসমাইল উপজেলার জামেয়া ইসলামিয়া মাদ্রাসার ছাত্র ও মধ্য ভোগতেরা মসজিদের মুয়াজ্জিন। তার বাড়ী সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার সরালীতুফা ধলবাজার এলাকায়।
জায়ফরনগর ইউনিয়ন পরিষদের সদস্য জাকির হোসেন মনির জানান, বুধবার বিকালে বাইসাইকেলে করে ইসমাইল হোসেন মসজিদে যাওয়ার পথে বেপরোয়া গতিতে একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে মারাত্মক আহত হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপর মোটরসাইকেল আরোহীরা আহত হয়েছেন বলে জানা যায়। নিহতের পরিবারের সদস্যরা আসার পরে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।