শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ০৫:০১ পূর্বাহ্ন

উগ্রবাদ রুখতে না পারলে দেশের অস্তিত্ব বিপন্ন হবে: মির্জা ফখরুল

  • প্রকাশের সময় : ২২/০৮/২০২৫ ১২:৩৭:২৭
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের সংগৃহীত
Share
97

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশে নতুন করে উগ্রবাদ মাথাচাড়া দিয়ে উঠছে। এ প্রবণতা প্রতিহত করা না গেলে দেশের অস্তিত্বই বিপন্ন হবে।


বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। লন্ডন থেকে ভার্চ্যুয়ালি অনুষ্ঠানে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।


মির্জা ফখরুল বলেন, ‘আজকে একটা নতুন করে ষড়যন্ত্র চলছে। বাংলাদেশে একধরনের উগ্রবাদ মাথাচাড়া দিয়ে উঠছে। এই উগ্রবাদকে মাথাচাড়া দিয়ে উঠতে দিলে বাংলাদেশের অস্তিত্ব রক্ষা পাবে না।’


১৯৭১ সালের মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, স্বাধীনতা যুদ্ধ জাতিকে রাষ্ট্র, ভূখণ্ড ও সত্তা দিয়েছে। আবার ২০২৪ সালের জুলাই–আগস্টের শহীদরা গণতন্ত্রের নতুন স্বপ্ন দেখার সুযোগ করে দিয়েছেন। এই ইতিহাস ভুলিয়ে দেওয়ার অপচেষ্টা চলছে, যা প্রতিহত করতে জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে।


সাম্প্রদায়িকতাকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহারের সমালোচনা করে তিনি বলেন, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টান, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সত্য, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধের ভিত্তিতে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হবে।


তিনি আরও বলেন, ‘এই দেশটা আমার, আপনার, আমাদের সবার। সংকটকালে মানুষকে মানুষ হিসেবেই বাঁচাতে হবে। তাই জাতিগত, ধর্মীয় বা রাজনৈতিক ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়া জরুরি। তারেক রহমানের নেতৃত্বে সেই ঐক্যের ডাক বাস্তবায়ন করলেই স্বাধীনতা রক্ষার সংগ্রাম সফল হবে।’


সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল অভিযোগ করেন, গত ১৫ বছরে আওয়ামী লীগ জনগণকে বন্ধু নয়, প্রজা হিসেবে দেখেছে। জনগণের ওপর নির্যাতন চালিয়েছে, রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করেছে। তিনি দাবি করেন, প্রায় ৮৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে।


সভায় শুভেচ্ছা বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, এ জেড এম জাহিদ হোসেন, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকারসহ অনেকে।


সিলেট প্রতিদিন / আরজে


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি