বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২০ অপরাহ্ন

হবিগঞ্জে আদালতের হাজতে শিশুসন্তান কোলে ছাত্রলীগ নেতা: ২ পুলিশ সদস্য ক্লোজড

  • প্রকাশের সময় : ০৭/০৮/২০২৫ ০৭:২৫:৩২
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি সংগৃহিত
Share
71

আদালতের হাজতখানায় শিশুসন্তান কোলে ছাত্রলীগের এক নেতার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুলিশের দুই সদস্যকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে হবিগঞ্জ আদালতে।


বুধবার সন্ধ্যায় হবিগঞ্জের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান তাদের প্রত্যহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করার নির্দেশ দেন।


প্রত্যাহার হওয়া পুলিশের দুই সদস্য হলেন- হবিগঞ্জ কোর্ট পুলিশের এএসআই সবুজ চন্দ ও কন্সটেবল উজ্জ্বল মিয়া।


বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক শেখ নাজমুল হক। তিনি বলেন, সোমবার মামলার হাজিরার জন্য ছাত্রলীগ হবিগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক জাকির হোসেনকে কারাগার থেকে আদালতের হাজতখানায় রাখা হয়। তার স্ত্রী সদ্যজাত সন্তানকে নিয়ে আদালতে আসেন। তারপর জাকির হোসেন তার সন্তানকে কোলে নেয়ার জন্য পুলিশের কাছে আকুতি-মিনতি করেন। এসময় তার সন্তানকে কোলে নেওয়ার সুযোগ করে দেয় পুলিশ।


পরিদর্শক নাজমুল হক আরও বলেন, সন্তান কোলে নেওয়ার ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এলে দায়িত্বরত দুই পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়।


প্রসঙ্গত, চলতি বছরের ১৫ জানুয়ারি জাকির হোসেনকে শহরের কোর্ট জামে মসজিদের সামনে থেকে আটক করে পুলিশে দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এরপর থেকে তিনি কারাগারেই আছেন।

 


সিলেট প্রতিদিন / এএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি