বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩১ পূর্বাহ্ন

সাংবাদিক আব্দাল মিয়া'র পুত্রের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

  • প্রকাশের সময় : ২৫/০৭/২০২৫ ১০:৪৪:৩৯
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি সংগৃহিত
Share
17

বানিয়াচং মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক যায়যায়দিন, প্রতিদিনের বাণী পত্রিকার প্রতিনিধি ও শিক্ষক মোঃ আব্দাল মিয়া'র প্রথম সন্তান মাহমুদুল হাসান সজিবের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুরআন খতম, তাসবিহ, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  

শুক্রবার (২৫ জুলাই) জুম্মার নামাজের পর গ্যানিংগঞ্জ বাজার জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সুজাতপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারি শিক্ষক মোঃ সোলেমান মিয়া, লোকনাথ রমন বিহারী সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক বায়েজিদ হোসেন, আব্দুল হামিদ, হযরত মাওলানা আব্দুল অলি, বানিয়াচং মডেল প্রেসক্লাব সভাপতি শিব্বির আহমদ আরজু, মসজিদের মুয়াজ্জিন আব্দুস সামাদ মিয়া, গ্যনিংগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ পরিষদের সাবেক সিনিয়র সহ-সভাপতি আঃ রহমান, ক্রীড়া সম্পাদক মোসাহিদ মিয়া, প্রচার সম্পাদক রবিউল আলম রবি, মোঃ আবুল খয়ের ও আবুল বাশার প্রমূখ। 


এছাড়াও উপজেলা সদরের বিভিন্ন জামে মসজিদে মরহুমের রুহের মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়।


মিলাদ শেষে মরহুম মাহমুদুল হাসান সজিবের রুহের মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন গ্যানিংগঞ্জ বাজার জামে মসজিদের খতিব ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বানিয়াচং শাখার সভাপতি হযরত মাওলানা মখলিছুর রহমান। 


দোয়া ও মিলাদ মাহফিলে ব্যবসায়ী, অভিভাবক, সহপাঠি, ছাত্র, শিক্ষকসহ মসজিদে আগত মুসল্লীগণের একাংশ উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, মোঃ মাহমুদুল হাসান সজিব উপজেলা সদরের যাত্রাপাশা গ্রামে ২৮ নভেম্বর ২০০৪ খ্রি. জন্মগ্রহণ করে। তাঁর বাবা মোঃ আব্দাল মিয়া, মাতা মোছাঃ রেহেনা আক্তার। তাঁর তিন বোন ও দুই ভাইয়ের মধ্যে ছিল বড়। সে লেখাপড়ার পাশাপাশি স্কাউট ও ক্রিকেট খেলায় পারদর্শী ছিল। সে ২৪ জুলাই ২০১৯ খ্রি. বুধবার ভোর ৬টায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে।


সিলেট প্রতিদিন / Sl


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি