সিলেটে দুই উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদ্যঘোষিত সমন্বয় কমিটি থেকে মাত্র একদিনের মাথায় তিন নেতা পদত্যাগ করেছেন।
রোববার (১৩জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পৃথক স্ট্যাটাস দিয়ে নিজেদের পদত্যাগ ঘোষণা দেন তারা।
পদত্যাগকারী তিনজন হলেন- বিশ্বনাথ উপজেলা এনসিপির ১৭সদস্য বিশিষ্ট কমিটির যুগ্ম সমন্বয়কারী রুহুল আমিন, সদস্য মো.শাহেদ আহম্মেদ ও গোয়াইনঘাট উপজেলা এনসিপির ২১সদস্য বিশিষ্ট কমিটির সদস্য ফাহিম আহমদ।
শনিবার (১২জুলাই) এনসিপির সদস্যসচিব আখতার হোসেন এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম স্বাক্ষরিত এই দুই উপজেলায় সমন্বয় কমিটির অনুমোদন দেওয়া হয়।
বিশ্বনাথ উপজেলায় ১৭ সদস্য বিশিষ্ট কমিটিতে প্রধান সমন্বয়কারী রাখা হয় ডা.সুলেমান খানকে ওই কমিটিতে ২নম্বর যুগ্ম সমন্বয়কারী রুহুল আমিন ও ৬ নম্বর সদস্য হিসেবে রাখা হয় মো.শাহেদ আহম্মেদকে।
এরমধ্যে রোববার রাত সাড়ে ১১টার দিকে যুগ্ম সমন্বয়কারী রুহুল আমিন তার নিজ ফেসবুক আইডিতে লিখেন 'অদ্য যে বিশ্বনাথ উপজেলার এনসিপির নবগঠিত কমিটি গঠন করা হয়েছে উক্ত যে পদে আমাকে রাখা হয়েছে আমার ঐ কমিটির সাথে কোন সম্পিক্ততা নেই আমি ঐ যুগ্ন-সমন্বয়ককারী পদ থেকে পদত্যাগ করলাম বিনীত রুহুল আমিন'।
একই দিন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কমিটির সাথে কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়ে পদত্যাগ করেছেন ওই কমিটির সদস্য মো.শাহেদ আহম্মেদ। শাহেদ আহম্মেদ স্ট্যাটাসে লিখেন-অদ্য যে বিশ্বনাথ উপজেলার এনসিপির নবগঠিত কমিটি গঠন করা হয়েছে উক্ত যে পদে আমাকে রাখা হয়েছে আমার ঐ কমিটির সাথে কোন সম্পিক্ততা নেই আমি ঐ পদ থেকে পদত্যাগ করলাম: বিনীত শাহেদ আহমেদ...।
অপরদিকে, গোয়াইনঘাট উপজেলার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ২১সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটির ১০ নম্বর সদস্য ফাহিম আহমদ ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফাহিম আহমদ (ফাহিম মোনায়েম) আইডিতে লিখেন' পদত্যাগ আসসালামু আলাইকুম। জাতীয় নাগরিক পার্টি- এনসিপি'র গোয়াইনঘাট উপজেলা কমিটিতে আমাকে রাখা হয়েছে, এজন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ। তবে আমার ব্যক্তিগত কারণে আমি কমিটি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছি। আমি এখন থেকে এই কমিটির সাথে সম্পৃক্ত নয়। ধন্যবাদ।
এব্যাপারে বিশ্বনাথ উপজেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী রুহুল আমিনের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি কল রিসিভ করেননি।
ওই কমিটি থেকে পদত্যাগকারী সদস্য মো.শাহেদ আহম্মেদ বলেন, কমিটিতে আমার নাম দেখে আমি নিজেই অবাক। আমার সাথে কেউর কোনো আলাপ হয়নি।
কমিটিতে তাহলে আপনার নাম কিভাবে গেল এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যেকেউ কমিটিতে নাম দিয়ে দিতে পারে কারণ আমার নাম্বার বিশ্বনাথে সবার কাছে রয়েছে। এরকম অনেকেই নাম দিয়ে দিতে পারে পরিচিত মুখ দেখে। আমি রাজনীতি করি না এমনিতেই ফেসবুকে লেখালেখি করি।
গোয়াইনঘাট উপজেলা সমন্বয় কমিটির সদস্য ফাহিম আহমদের ০১৭৩১৬৬৭৯৮৫ নম্বরে কল দিলে তিনি ফাহিম নয় জানিয়ে বলেন ফাহিমের নাম্বার দিচ্ছি। এরপর একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও ওই নম্বরটি ব্যস্ত পাওয়া যায়।
এব্যাপারে জানতে চাইলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিলেট জেলার প্রধান সমন্বয়কারী নাজিম উদ্দীন শাহান বলেন, আমার জানা মতে গোয়াইনঘাটের একটা ছেলে পদত্যাগ করেছে। অন্য দুজন পদত্যাগ করেছে বলে আমাদের কাছে কোনো তথ্য নেই।
তিনি বলেন, যাদেরকে কমিটিতে আনা হয়েছে। তাদের সঙ্গে আলাপ-আলোচনা করেই কমিটিতে আনা হয়েছে। নিজেদের পছন্দের পদ-পদবী না পাওয়ায় হয়তো মনের ক্ষোভ থেকে ওইটাই করতে পারে।