বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৩ অপরাহ্ন

সিলেটের তামাবিল সীমান্তে স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

  • প্রকাশের সময় : ১২/০৭/২০২৫ ০৯:৫৯:২১
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি সংগৃহিত
Share
33

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের উপ-সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোখলেছুর রহমান সুমনকে আটক করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।  


শনিবার (১২ জুলাই) সকালে ৮টায় বিএসএফ ও বিজিবি পতাকা বৈঠকের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশ( বিজিবি) সিলেটের তামাবিল বিওপির কাছে  আটককৃতকে হস্তান্তর করা হয়। পরে বিজিবি সদস্যরা তাঁকে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করে।

আটককৃত মোখলেছুর রহমান সুমন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক নেতালীগের উপ-সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক। তিনি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বাসিন্দা। 

জানা যায়, ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের উপর দমন পীড়নসহ নানা অভিযোগে অভিযুক্ত পলাতক আসামী তিনি। 

এ বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, 'আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়য়াধীন রয়েছে।' 


সিলেট প্রতিদিন / Sl


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি