বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৩ অপরাহ্ন

গোলাপগঞ্জে বিভিন্ন দপ্তর পরিদর্শনে জেলা প্রশাসক

  • প্রকাশের সময় : ১০/০৭/২০২৫ ০৯:১৯:১০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
39

গোলাপগঞ্জের বিভিন্ন দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শের মাহমুদ মুরাদ।


বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন দপ্তর ও উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করেন তিনি।


সকালে উপজেলার মুকিতলা কমিউনিটি ক্লিনিক, ঢাকা দক্ষিণ সরকারি কলেজ, উপজেলা সাব-রেজিস্ট্রার অফিস, ঢাকা দক্ষিণ ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করা হয়।


এসময় দপ্তরের দাপ্তরিক কার্যক্রমের তদারকি ও শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়নে বিভিন্ন পরামর্শ প্রদান করেন। ঢাকাদক্ষিণ সরকারি কলেজে বৃক্ষরোপণ অভিযানে অংশ নেন।


পরে দুপুরে উপজেলার সম্মেলন কক্ষে উপজেলার প্রবাসী ও প্রবাসী পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক।


দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় প্রবাসীদের ভূমিকা অনস্বীকার্য বলে মন্তব্য করেন তিনি।


এছাড়াও সফরসূচিতে ছিল, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, গোলাপগঞ্জ পৌরসভা পরিদর্শন ও পৌর ডিজিটাল সেন্টার দর্শন।


পরে উপজেলা পরিষদ উন্নয়ন তহবিলের অর্থায়নে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা ও ক্রীড়া উপকরণ বিতরণ করেন তিনি। পাশাপাশি প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করা হয়।


দিনব্যাপী বিভিন্ন দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও উন্নয়ন প্রকল্প পরিদর্শনে উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পাল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ফুয়াদসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।


সিলেট প্রতিদিন / এসএএম


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি