রাস্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জের ধর্মপাশায় জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলা সদরের মধ্যবাজারে এ জনসভার আয়োজন করেন উপজেলা বিএনপি।
উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কাজী মাজহারুল হকের সভাপতিত্বে ও প্রথম যুগ্ম আহ্বায়ক আব্দুল হকের সঞ্চালনায় জনসভায় প্রধান অতিথি ছিলেন, সুনামগঞ্জ জেলা বিএনপি'র আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল।
এতে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সহ কৃষি বিষয়ক সম্পাদক জুলফিকার চৌধুরী রানা, ধর্মপাশা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক এসএম রহমত, জুলফিকার আলী ভুট্টো, সদস্য মজিবুর রহমান মজুমদার, ইকবাল হোসেন মন্টু, মো. নেহাল উদ্দিন, সাবিকুন্নাহার শিল্পী, সালাউদ্দিন মাহতাব, তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, ধর্মপাশা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলমগীর কবীর, সাইফুল ইসলাম কাঞ্চন, মুশফিকুর রহমান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ৩১ দফার আংশিক উল্লেখ করে বলেন, এ দেশকে মেরামত ও পুনর্গঠন করতে হবে। দেশের জনগণের হাতেই দেশের মালিকানা ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করতে হবে। তিনি আরো বলেন, আমি দলের সুদিন ও দুদিনে নেতাকর্মীদের পাশে ছিলাম আছি, দলের নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করে দলকে সুসংগঠিত করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।