বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৯ অপরাহ্ন

ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ : হেলপার নিহত

  • প্রকাশের সময় : ০৫/০৭/২০২৫ ১০:৩৪:০৭
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি সংগৃহিত
Share
72

ঢাকা সিলেটে মহাসড়কের ওসমানী নগর উপজেলার কুরুয়া বাজার এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন।নিহত ব্যক্তির নাম  রাজু (২৫) তিনি ইউনিক বাসের চালকের সহযোগী বলে জানাযায়।


পুলিশ জানায়, নিহতের বাড়ি ফরিদপুর জেলার নগরকান্দা এলাকায়। এ ঘটনায় দুই বাসের চালক সহ আরো ৫ যাত্রী  আহত হয়েছে বলে  নিশ্চিত করছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আবু তাহের দেওয়ান। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে আহতদের আঘাত গুরুতর নয় বলে জানিয়েছেন তিনি।

তিনি জানান, সকাল ৬টা ১০ মিনিটের দিকে ঢাকা থেকে সিলেটগামী এনা পরিবহন ও সিলেট থেকে ঢাকাগামী ইউনিক পরিবহনের বাসদুটি কুরুয়া এলাকায় আসা মাত্র মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। বিকট শব্দে স্থানীয়রা এগিয়ে এসে প্রাথমিক উদ্ধার কাজ শুরু করে   পরে স্থানীয় থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার কাজে যোগ দেন। 


এসময় ইউনিক বাসের চালক সহযোগী রাজু ঘটনাস্থলেই প্রান হারান।  হাইওয়ে পুলিশ রাজুর মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। বাস দুটিকে রাস্তা থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে বলে জানান আবু তাহের দেওয়ান। 

 


সিলেট প্রতিদিন / Sl


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি