মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০১:০২ অপরাহ্ন

কানাডার একাধিক বিমানবন্দরে বোমা হামলার হুমকি

  • প্রকাশের সময় : ০৪/০৭/২০২৫ ০৮:০৮:৪০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি সংগৃহিত
Share
9

কানাডার অটোয়া, মন্ট্রিয়লসহ ছয়টি আন্তর্জাতিক বিমানবন্দরে বোমা হামলার হুমকির পর সাময়িকভাবে ফ্লাইট ছাড়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তবে নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় পরে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ট্রান্সপোর্ট কানাডা এবং যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)।


বৃহস্পতিবার (৩ জুলাই) ভোরে এই হুমকির পর অটোয়ার ম্যাকডোনাল্ড-কার্টিয়ার আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে এবং বিমানবন্দরের কার্যক্রম পুরোমাত্রায় সচল রয়েছে।


তবে মন্ট্রিয়লের পিয়েরে এলিয়ট ট্রুডো আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি।


কানাডার বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা নেভ কানাডা জানিয়েছে, তাদের একাধিক স্থাপনাকে লক্ষ্য করে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিল। নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট স্থানগুলো থেকে কর্মীদের সরিয়ে নেওয়া হয়।


এফএএ জানায়, বোমা হামলার হুমকির জেরে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল। ট্রান্সপোর্ট কানাডা এক বিবৃতিতে বলেছে, তারা নেভ কানাডা, বিমানবন্দর কর্তৃপক্ষ এবং স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে।


ঘটনার প্রভাব হিসেবে কিছু ফ্লাইটে বিলম্ব হতে পারে বলেও জানানো হয়েছে। ফ্লাইট পর্যবেক্ষণকারী সংস্থা ফ্লাইটঅ্যাওয়্যার জানিয়েছে, অটোয়া থেকে ছাড়ার ফ্লাইটগুলো গড়ে ৬৫ মিনিট দেরিতে ছেড়েছে।

অন্যদিকে, অটোয়া পুলিশ সার্ভিস জানিয়েছে, তারা বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে।


সিলেট প্রতিদিন / Sl


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি