মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০১:৩২ অপরাহ্ন
পজকিগঞ্জে জমিয়তের গণসমাবেশ

পিআর পদ্ধতির নির্বাচনে লাভের চেয়ে ক্ষতি বেশি - মাওলানা উবায়দুল্লাহ ফারুক

  • প্রকাশের সময় : ০৩/০৭/২০২৫ ১১:৫৬:২৫
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি সংগৃহিত
Share
19

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেছেন, পিআর পদ্ধতির নির্বাচনে গণমানুষের মতামতের প্রতিফলন ঘটবে না। এ পদ্ধতির নির্বাচন বাংলাদেশের জন্য উপযোগী নয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে করার জন্য অনেকেই চাচ্ছেন। কিন্তু যে নির্বাচনে গণমানুষের মতামতের প্রতিফলন ঘটে না সেটাকে নির্বাচন বলা যায় না। পিআর পদ্ধতির নির্বাচনে লাভের চেয়ে ক্ষতি বেশি হবে।


বৃহস্পতিবার সন্ধ্যা রাতে সিলেটের জকিগঞ্জ শহরের এমএ হক চত্বরে উপজেলা জমিয়তের ডাকে সুরমা-কুশিয়ারা নদীর তীরে টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও জকিগঞ্জের সর্বত্র গ্যাস সরবরাহের দাবীতে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


মাওলানা উবায়দুল্লাহ ফারুক সিলেট-৫ আসনের ভোটারদের উদ্দেশ্যে বলেন, দেশের সবচেয়ে অবহেলিত জনপদের নাম জকিগঞ্জ-কানাইঘাট। দলীয় দায়িত্বশীল হিসেবে আমি দেশের প্রত্যন্ত অঞ্চলে ঘুরি। কিন্তু সীমান্ত উপজেলা জকিগঞ্জ-কানাইঘাটের মতো এতো অবহেলিত কোন অঞ্চল আমার চোখে পড়েনি। বিগত ১৬ বছরে এ আসনে আওয়ামীলীগ মনোনীত ৩ জন সংসদ সদস্য ছিলেন। দল ক্ষমতায় থাকাবস্থায়ও উনারা জকিগঞ্জ-কানাইঘাটের কোন উন্নয়ন করেন নি। শুধুমাত্র মানুষের ভোট ডাকাতির মাধ্যমে তারা সংসদ সদস্য হয়ে নিজেদের উন্নয়ন করেছেন। সুরমা-কুশিয়ারা নদীর তীরে টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও জকিগঞ্জের সর্বত্র গ্যাস সরবরাহের ব্যবস্থা নিশ্চিত করতে তিনি সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।


উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা জওয়াদুর রহমানের সভাপতিত্বে ও সাংবাদিক কে.এম মামুন ও মাওলানা রায়হান উদ্দিনের যৌথ পরিচালনায় সমাবেশের শুরুতে স্বাগত বক্তব্য দেন গণ-জমায়েত বাস্তবায়ন কমিটির আহবায়ক মাওলানা বিলাল আহমদ ইমরান। অতিথির বক্তব্য দেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রধান উপদেষ্ঠা মাওলানা শায়েখ জিয়া উদ্দিন, সিলেট-৪ আসনের জমিয়ত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এ্যাডভোকেট মোহাম্মদ আলী, মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা বদরুল হক, সিলেট জেলা উত্তরের সহ সভাপতি মাওলানা নূর আহমদ ক্বাসেমী, সাধারণ সম্পাদক মুফতী এবাদুর রহমান, জকিগঞ্জ উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মুফতী মাহমুদ হোসাইন, কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আলতাফ হোসেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েস, জকিগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুল মুছব্বির, বাংলাদেশ খেলাফত মজলিস পৌর শাখার সভাপতি শায়েখ মুস্তফা আহমদ, জনকল্যাণ সোসাইটির সহ সাধারণ সম্পাদক মাওলানা আতিকুর রহমান, শ্রমিক জমিয়তের উপজেলা সভাপতি মাওলানা রুহুল আমীন, কানাইঘাট উপজেলা জমিয়তের সহ সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক।


সিলেট প্রতিদিন / Sl


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি