বীর মুক্তিযোদ্ধা কবির উদ্দিন আহমদের জানাযা শেষে সিলেটের ওসমানীনগর উপজেলার সাদিপুরে উনার পারিবারি কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে ।জানাযায় সিলেটের বিভিন্ন অঞ্চল থেকে বিপুল সংখ্যক লোকজন অংশগ্রহণ করেন।এর আগে ওসমানী নগর উপেজেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা হিসেবে গার্ড অব অনার দিয়ে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হয়।
এদিকে বীর মুক্তিযোদ্ধা কবির উদ্দিন আহমদের মৃত্যুতে শোক জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
এক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।
কবির উদ্দিন আহমদ অবিভক্ত বালাগঞ্জ উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ছিলেন।উনার ছোট ভাই শামীম আহমদ ভিপি ওসমানীনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন । তার পিতা মো. আব্দুল ছিলেন সাদিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।