বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৬ অপরাহ্ন

ক্লাস করতে আসা শাবির এক ছাত্রলীগ কর্মীকে পুলিশে সোপর্দ

  • প্রকাশের সময় : ০১/০৭/২০২৫ ১০:৪৩:১০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি সংগৃহিত
Share
163

ক্লাসে করতে এসে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের কাছে আটক হওয়া এক ছাত্রলীগ কর্মীকে পুলিশে সোপর্দ করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। 



আজ মঙ্গলবার (১ জুলাই) দুপুর ১২টায় তাকে ক্যাম্পাস থেকে আটক করে প্রক্টর অফিসে নিয়ে আসেন শিক্ষার্থীরা। পরে বিকাল ৪টায় তাকে পুলিশে সোপার্দ করা হয়।



আটক হওয়া ছাত্রলীগ কর্মী হলেন রাকায়েত হোসেন নাবিল। তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজিবুর রহমান অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত।



বিশ্ববিদ্যালয় প্রশাসন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরের দিকে ক্লাস থেকে বের হয়ে নতুন সামাজিক বিজ্ঞান ভবনের নিচে আসেন নাবিল। এ সময় ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মী ও সাধারণ শিক্ষার্থীরা তাঁকে ধরে প্রক্টর কার্যালয়ে নিয়ে যান। প্রক্টর কার্যালয়ে বেলা তিনটা পর্যন্ত জিজ্ঞাসাবাদের পর ৪টার দিকে পুলিশে সোপর্দ করা হয়।



শিক্ষার্থীদের অভিযোগ, আটককৃত ছাত্রলীগ কর্মী জুলাই আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়ে শিক্ষার্থীদের উপর হামলায় জড়িত ছিলেন। সম্প্রতি তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে যোগাযোগের মাধ্যমে সংগঠিত হওয়ার চেষ্টা করছেন। এছাড়া, বিভিন্ন সময় শিক্ষার্থীদের হুমকি দিয়ে থাকেন।



বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোখলেসুর রহমান বলেন, কয়েকজন শিক্ষার্থী আটক করে ওই শিক্ষার্থীকে প্রক্টর কার্যালয়ে নিয়ে আসেন। তাঁর বিরুদ্ধে কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করেছেন। সার্বিক দিক বিবেচনা করে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়েছে। পুলিশ এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।


এ বিষয়ে সিলেটের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন মিত্র বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে খবর পেয়ে আমরা ওই শিক্ষার্থীকে আটক করি। তার বিরুদ্ধে কোনো মামলা ও হামলার বিষয়ে কোনো অভিযোগ আছে কিনা আমরা তদন্ত করে দেখবো। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


সিলেট প্রতিদিন / Sl


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি