শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্পোর্টস সাস্ট ইনডোর গেমস ২০২৫ আয়োজিত হতে যাচ্ছে।
মঙ্গলবার ( ১ জুলাই) সন্ধ্যায় সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি জানানো হয়, আগামী ৬ জুলাই থেকে ১২ জুলাই পর্যন্ত এ ইনডোর গেমস অনুষ্ঠিত হবে।
এরআগে এ গেমসে ইচ্ছুক প্রতিযোগীদের জন্য বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় সংগঠনটির স্থাপিত টেন্টে ২৯ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত রেজিস্ট্রেশন প্রক্রিয়া চালু থাকবে বলে জানান আয়োজকরা।
এছাড়া অনলাইনে এই লিংকেও https://docs.google.com/spreadsheets/d/1Rm9qP1s8CjQzajggNTu6xuznBeGkvNgIidCtqWVWkPk/edit?usp=sharing রেজিষ্ট্রেশন করার সুযোগ রাখছে আয়োজক কমিটি।
আয়োজক কমিটি জানান, গোলাপ ফুড ইন্ডাস্ট্রিজের পৃষ্ঠপোষকতায় এ ইনডোর গেমসে কার্ড, লুডো, ক্যারাম, দাবা, ডমিনোস, ডার্ট, টেবিল টেনিস, মোবাইল গেম Mini Militia সহ মোট ৯টি খেলার ১৭টি সেগমেন্ট রয়েছে।
এতে অংশগ্রহণে আগ্রহীদের জন্য রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন ৪০ টাকা থেকে সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত।