ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্বা ও ওসমানী নগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কবির উদ্দিন আহমদ আর নেই।
মঙ্গলবার (৯ জুলাই) ভোর ৬ ঘটিকায় তিনি তার নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘ দিন থেকে বার্ধক্যজনিত রোগে ভোগছিলেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮০ বছর। তিনি স্ত্রী ও ৩ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখেগেছেন।
কবির উদ্দিন আহমদ একজন বীর মুক্তিযোদ্ধা।৮০ ;দশকে তিনি বালাগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন পরবর্তীতে তিনি ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাদিপুর ইউনিয়ন পরিষদের বার বার চেয়ারম্যান নির্বাচিহ হোন।