বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৩ অপরাহ্ন

মাদক সম্রাট তবারক গ্রেফতার

  • প্রকাশের সময় : ৩০/০৬/২০২৫ ০৪:১৮:১৮
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি সংগৃহিত
Share
31

আলোচিত  মাদকব্যবসায়ী তবারক আলীকে।গ্রেফতার করেছে সেনাবাহিনী। সোমবার (৩০ জুন)  ভোরে সেনাবাহিনীর একটি টিম উপজেলার রামপাশা ইউনিয়নের পাঠাকইন গ্রামস্থ তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। 


এসময় তার ঘর থেকে বিপুল পরিমাণ দেশিয় অস্ত্র জব্দ করা হয়।

গ্রেফতারে বিষয়টি  নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী।

তবারক আলী পাঠাকইন গ্রামের মৃত আলকাছ আলীর ছেলে। তিনি চিহ্নিত মাদক কারবারি। আগেও একাধিকবার তিনি আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনীর হাতে গ্রেফতার হয়েছে। কিন্তু তাকে দমানো যায়নি মাদক কারবারসহ বিভিন্ন অপরাধ থেকে। 

পুলিশ সূত্র জানায়, তবারক আলী ৩টি মাদক মামলাসহ, নারী হত্যা, ধর্ষণ, চুরি, ছিনতাইয়ের মোট ১৬টি মামলার আসামি।

ভিযোগ রয়েছে, মাদক ব্যবসায় জড়িয়ে তবারক আলী অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন। শুধু বিশ্বনাথই নয়, তিনি দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে দেন ইয়াবাসহ বিভিন্ন প্রকারের মাদকদ্রব্য। বিভিন্ন স্থানে তিনি ‘ইয়াবা সুমন’ নামেও পরিচিত। 

বিশ্বনাথ থানার ওসি এনামুল হক চৌধুরী বলেন-  সেনাবাহিনীর তাকে আটক করে থানায় হস্তান্তর করেছে। একটি মামলায় ওই তবারক ১২ বছরের সাজাপ্রাপ্ত আসামি। এছাড়া আরও একটি মারামারির মামলায় এজহারভুক্ত। এই দুই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে সোমবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। 


সিলেট প্রতিদিন / Sl


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি