মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০১:২১ অপরাহ্ন

সুনামগঞ্জ সীমান্তে সাড়ে ৫ কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ

  • প্রকাশের সময় : ৩০/০৬/২০২৫ ০২:৪৯:১৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি সংগৃহিত
Share
18

ভারত-সুনামগঞ্জ সীমান্ত পথে অবৈধভাবে পাচার হয়ে আসা উন্নতমানের লেহেঙ্গা, শাড়ি সহ সাড়ে ৫ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার মধ্যরাতে সদর উপজেলার রঙ্গারচর সীমান্তের একটি পরিত্যক্ত গোদামে টাস্কফোর্সের অভিযানে এসব পণ্য জব্দ হয়।



সোমবার(৩০ জুন) দুপুরে প্রেস ব্রিফিং করে এসব তথ্য জানান ২৮ বিজিবি অধিনায়ক লে কর্নেল জাকারিয়া কাদির। 



 সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল একে এম জাকারিয়া কাদির বলেন, সুনামগঞ্জের ৯০ কিলোমিটার সীমান্তে বিজিবি আগের চেয়ে অনেক বেশি তৎপর। এর ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টাস্কফোর্সের অভিযান চালিয়ে পরিত্যক্ত গোদাম থেকে ভারতীয় উন্নতমানের শাড়ির চালান জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য সাড়ে ৫ কোটি টাকা। গত এক মাসে বিজিবি সাড়ে ১৪ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ করতে সক্ষম হয়েছে। চোরাচালান প্রতিরোধে বিজিবির টহল ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।


সিলেট প্রতিদিন / Sl


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি