বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৮ অপরাহ্ন

অচল তামাবিল স্থলবন্দর , বন্ধ আমদানি - রফতানি

  • প্রকাশের সময় : ৩০/০৬/২০২৫ ০৩:২৪:৫৬
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি সংগৃহিত
Share
25

জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর) কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনের ফলে সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ রয়েছে।


শনিবার থেকে এ স্থলবন্দরের আমদানি রপ্তানি বন্ধ হয় বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। রোববারও আমদানি রফতানি হয়নি। তবে, এ স্থলবন্দর দিয়ে যাত্রীসেবা অব্যাহত রয়েছে বলে জানা যায়।

জানা যায়, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগসহ সংস্কারের দাবিতে বেশকিছুদিন ধরে আন্দোলন চলেছিলো।

এর ধারাবাহিকতায় সিলেটের রাজস্ব বোর্ডের কর্মকর্তা ও কর্মচারীরা এ আন্দোলনের কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে অংশগ্রহণ করায় আমদানি রপ্তানি বন্ধ হয়।

সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানান, তামাবিল স্থলবন্দর দিয়ে চুনাপাথর ও মিথানল আমদানি হয়ে থাকে। পাশাপাশি, কিছু প্লাস্টিকজাত ও ঔষধ ভারতে রপ্তানি হয়।

তামাবিল স্থল বন্দরের এক কর্মকর্তারা নাম প্রকাশ না করে জানান, আমদানি রফতানি দুদিন ধরে বন্ধ রয়েছে । তবে এ ব্যাপারে এর বেশি কিছু বলতে অপারগতা প্রকাশ করেন তিনি।

এদিকে, রোববার রাতে এনবিআর কর্মকর্তা-কর্মচারীদেন চলমান আন্দোলন প্রত্যাহার করা হয়েছে। রাত সাড়ে নয়টার দিকে এই ঘোষণা দেওয়া হয়। এর ফলে গত কয়েক দিন ধরে চলমান আন্দোলন কর্মসূচি আপাতত শেষ হলো।

এনবিআর সংস্কার ঐক্য পরিষদ এবং দেশের শীর্ষ ব্যবসায়ীদের প্রতিনিধিদলের নেতারা এক যৌথ সংবাদ সম্মেলনের মাধ্যমে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়। রাজধানীর তেজগাঁওয়ের বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়।


সিলেট প্রতিদিন / Sl


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি