বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৬ অপরাহ্ন

ছাতক পৌর সভায় ২০২৫-২০২৬ অর্থ বছরে ৫৪ কোটি, ৮৩ লক্ষ টাকার নতুন বাজেট

  • প্রকাশের সময় : ২৯/০৬/২০২৫ ১১:৪১:৩১
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি সংগৃহিত
Share
15

ছাতক পৌর সভার নতুন বাজেট ঘোষণা করা হয়েছে। আজ রবিবার ২৯ জুন পৌর সভা মিলনায়তনে ২০২৫- ২০২৬ অর্থ বছরের জন্য নতুন এ বাজেট ঘোষণা করা হয়। পৌর সভার  প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বাজেট অনুষ্ঠানে,পৌর সভার নির্বাহী কর্মকর্তা শরদিন্দু রায় আনুষ্ঠানিকভাবে ৫৪ কোটি,৮৩ লক্ষ, ৮৪ হাজার,৩৪৭ টাকার  এ নতুন বাজেট ঘোষণা করেছেন। 


বাজেটে সর্বমোট আয় ৫৪ কোটি,৮৩ লক্ষ,৮৪ হাজার,৩৪৭ টাকা ও ব্যয় ধরা হয়েছে ৫২ কোটি, ৮৮ লক্ষ,৫৯ হাজার ৫৯৪ টাকা। বাজেটে উদৃত্ত্ব তহবিল দেখানো হয়েছে ১ কোটি, ৯৫ লক্ষ,২৪ হাজার ৭৫৩ টাকা।



বাজেটে প্রস্তাবিত রাজস্ব তহবিলে আয়১০ কোটি ২৪হাজার ৭৫৩ টাকা ও ব্যয় ধরা হয়েছে ৮ কোটি ৫ লক্ষ টাকা। উন্নয়ন 

তহবিলের আয় ৪৪ কোটি, ৮৩ লক্ষ,৫৯ হাজার, ৫৯৪ টাকা  এবং ব্যয়ও ধরা হয়েছে ৪৪ কোটি, ৮৩ লক্ষ, ৫৯ হাজার ৫৯৪ টাকা।



বাজেট অনুষ্ঠানে উপজেলা প্রকৌশলী মো.রফিকুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা শাহ মো. শফিউর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মো.আইনুল ইসলাম ভুইয়া,পৌর সভার সহকারী প্রকৌশলী আব্দুল মালেক,হিসাব রক্ষন কর্মকর্তা কুলসুমা

বেগম,কর আদায়কারী মো. জামাল উদ্দিন,পৌর বিএনপির  যুগ্ম আহবায়ক মো. সামসুর রহমান বাবুল ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


সিলেট প্রতিদিন / Sl


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি