বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৭ অপরাহ্ন

সিলেটে করোনায় এক জনের মৃত্যু

  • প্রকাশের সময় : ২৮/০৬/২০২৫ ১১:২৭:২০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি সংগৃহিত
Share
28

সিলেটে আবারও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ওই ব্যক্তি বিয়ানীবাজার উপজেলার বাসিন্দা, বয়স আনুমানিক ৬৯ বছর। তিনি আগে থেকেই শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন।


সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনার জন্য নির্ধারিত আইসিইউতে তিনদিন চিকিৎসাধীন থাকার পর গত বৃহস্পতিবার (২৬ জুন) তিনি মৃত্যুবরণ করেন। বিষয়টি শনিবার (২৮ জুন) নিশ্চিত করেছেন সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আনিসুর রহমান।


তিনি বলেন,‘রোগীর মৃত্যুর দিনই আমরা নমুনা পরীক্ষা পাঠিয়েছিলাম। রিপোর্ট পেতে বিলম্ব হওয়ায় শনিবার মৃত্যুর তথ্য জানানো হয়েছে। পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে, তিনি করোনা আক্রান্ত ছিলেন।’


স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের চার জেলায় ২২ জনের করোনা পরীক্ষা করা হলেও কারও দেহে ভাইরাস শনাক্ত হয়নি। ফলে এ সময়ের মধ্যে নতুন কোনো রোগী শনাক্ত হয়নি।


২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে মোট ২৯৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। বর্তমানে বিভাগের বিভিন্ন স্থানে ২০ জন করোনা রোগী শনাক্ত আছেন, যাদের মধ্যে: হাসপাতালে চিকিৎসাধীন: ৮ জন, শহীদ শামসুদ্দিন: ৩, নর্থইস্ট মেডিকেল কলেজ: ১।


রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ: ১, আল হারামাইন হাসপাতাল: ১ , ইবনে সিনা হাসপাতাল: ২, বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন: ১২ জন।


স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, করোনার সংক্রমণ এখনো একেবারে নির্মূল হয়নি। তাই সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলা, হালকা উপসর্গ থাকলে পরীক্ষা করানো এবং ঝুঁকিপূর্ণ ব্যক্তি ও প্রবীণদের প্রতি বিশেষ নজর রাখার আহ্বান জানানো হয়েছে।

 


সিলেট প্রতিদিন / Sl


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি