মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ১২:৫৯ অপরাহ্ন

বানিয়াচংয়ে কিন্ডারগার্টেন এসোসিয়শন এর মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ

  • প্রকাশের সময় : ২৮/০৬/২০২৫ ১১:১৩:৪৯
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি সংগৃহিত
Share
77

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি : বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বানিয়াচং উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন কর্তৃক আয়োজিত ২০২৪ শিক্ষাবর্ষে বৃত্তিপ্রাপ্ত শির্ক্ষাথীদের সম্মাননা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (২৮ জুন) সকাল ১০ টায় দারুন নাশাত  এর মাঠে কৃতি শিক্ষার্থী সম্মাননা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে প্রায় ২‘শ ৬৩ জন শিক্ষার্থীকে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।

এতে অংশ নেয় সরকারি-বেসরকারি অর্ধশতাধিক প্রতিষ্ঠানের সাড়ে আটশতাধিক শিক্ষার্থী। 

কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সভাপতি মাওলানা আব্দুল হালিম নোমানী আল আজহারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান এবং মাওলানা ইয়াহিয়ার যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ হারুন মিয়া।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন,  লাখাই মুক্তিযোদ্ধা জিয়া সরকারি কলেজের অধ্যাপক আলী আজম সিদ্দিকী, আজমিরীগঞ্জ উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা মোঃ হাসিবুল ইসলাম,


বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ শিক্ষক  শেখ বশির আহমদ, হবিগঞ্জ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মাহমুদ মিয়া, আমবাগান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু ছাদেক,

শাহজালাল কে.জি স্কুলের প্রধান শিক্ষক মাওলানা আব্দুল হাই, আমবাগান শিশু নিকেতনের প্রধান শিক্ষক আঃ রউফ,  শায়খ আবু নছর কোরাইশী দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মহিবুর রহমান মিটু, 


বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশারফ হোসেন, বানিয়াচং মডেল প্রেসক্লাব সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু, প্রধান শিক্ষক আওলাদ মিয়া, যায়যায়দিন ও বিজনেস টাইমস পত্রিকার বানিয়াচং প্রতিনিধি আব্দাল মিয়া, এনটিভি ও দৈনিক হবিগঞ্জের মুখ পত্রিকার বানিয়াচং প্রতিনিধি আক্তার হোসেন আলহাদী, 

অভিভাবক শেখ আমজাল হোসেন, ফজলে খোদা লিটন, হাফেজ মাওলানা মোকাররম হোসেন সোহেল, ইমরান আহমদ চৌধুরী ও মদন মোহন চক্রবর্তী প্রমুখ।


এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রভাষক রাসেল আহমদ, তাজ উদ্দিন আহমদ, শেখ সোহেল আহমদ, হাফেজ জহির উদ্দিন সোহেল, হাফেজ সুহাইল আহমদসহ বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থী, অভিবাবক ও বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ।


সিলেট প্রতিদিন / Sl


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি