সিলেটের বিশ্বনাথ পৌরসভার কালিগঞ্জ বাজারের ‘জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের’ সিনিয়র সহকারি শিক্ষক মকবুল হোসেন অবসর প্রাপ্ত হয়ে বিদায়ী সংবর্ধনা পেয়েছেন।
তিনি ১৯৮৯ সালে বিদ্যালয় প্রতিষ্ঠার সময়কাল থেকে ওই বিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। তিনি দীর্ঘ ৩৫ বছর শিক্ষকতার পর এই বিদ্যালয় থেকে অবসরে যান।
শনিবার (২৮ জুন) তার অবসর গ্রহণ উপলক্ষে বিদ্যালয়ের প্রাক্তণ ও বর্তমান শিক্ষার্থীরা বিদায়ী সংবর্ধনার আয়োজন করেন।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সৈয়দ হাজী আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক আব্দুল কাদের এবং শিক্ষক জামাল আহমদের যৌথ পরিচালনায় সংবর্দনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক ডিন কবি অধ্যাপক ডক্টর আবুল ফাতেহ ফাত্তাহ।
সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন, শিক্ষক মো.মকবুল হোসেন।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আব্দুল মুমিন,মাষ্টার ইমাদ উদ্দিন, ইলামেরগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নরেন্দ্র চন্দ্র দাস, সাবেক সহকারি প্রধান শিক্ষক আব্দুলর লতিফ, সহকারি প্রধান শিক্ষক ফখরুল ইসলাম, ব্যবসায়ী নিশি কান্ত পাল, সাবেক ছাত্র খায়রুল ইসলাম রুবেল, মিহির লাল বৈদ্য, আব্দুল মজিদ, আমিনুল ইসলাম, সুজিত কান্ত পাল ও দশম শ্রেণির শিক্ষার্থী তাছলিমা বেগম, আহনাফ খন্দকার।
সংবর্ধনা অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বুরহান উদ্দিন।