শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অধ্যয়নরত খুলনা বিভাগ থেকে আসা শিক্ষার্থীদের সংগঠন ‘ম্যানগ্রোভ অ্যাসোসিয়েশন’-এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন গনিত বিভাগের শিক্ষার্থী শেখ ওবায়দুল্লাহ এবং সাধারণ সম্পাদক হয়েছেন পলিটিক্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থী শুভ জ্যোতি।
শুক্রবার (২৭ জুন) সংগঠনটির নির্বাহী কমিটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে আছেন মো. রিদয় বিশ্বাস। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. ইস্তিয়াক মাহমুদ, অনন্দ দাস ও মাহবুব হাসান অনু। সহকারী সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন আবদুর রহিম সজিব, মোছা. সুমাইয়া চৌধুরী এবং তাজ আহমদ তুর্য।
সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. লিপটন আলী এবং সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন দুর্জয় ও মো. শিবলি নোমান। কোষাধ্যক্ষের দায়িত্বে রয়েছেন মো. শুকুর মিয়া। তার সহকারীরা হলেন নাদিয়া নুসরাত ও সাগর মণ্ডল। দপ্তর সম্পাদক হয়েছেন মো. আশিকুজ্জামান এবং সহকারী দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মেস্কাতুল ইসলাম ও হাসিব আল হাসান।
প্রকাশনা সম্পাদকের দায়িত্বে রয়েছেন মো. সাগর হোসেন জাহিদ। সহকারী প্রকাশনা সম্পাদক হিসেবে আছেন রাগিব শাহরিয়ার সাকিব ও জাওয়াদ করিম হিমেল। তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মোহাইমিনুল হক এবং সহকারী তথ্যপ্রযুক্তি সম্পাদক হিসেবে আছেন মাসুদ শহরিয়ার ও সাজিব কুমার রায়।
ক্রীড়া সম্পাদকের দায়িত্বে রয়েছেন তৌহিদুর রহমান। সহকারী ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সানজাম ইসলাম রিয়াদ ও মিথুন বিশ্বাস।
ফিমেল সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন লাবণ্য মণ্ডল এবং সহকারী ফিমেল সেক্রেটারি হয়েছেন আনিকা তাবাসসুম অর্পা। প্রচার সম্পাদক হয়েছেন মো. ইকবাল হোসেন এবং সহকারী প্রচার সম্পাদক হিসেবে আছেন মো. মারুফ। সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইসমাইল হোসেন এবং সহকারী সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন মো. সাব্বির হোসেন।
এর আগে ২৬ জুন বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ‘সি’-তে ম্যানগ্রোভ অ্যাসোসিয়েশনের এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. সাবিনা ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন জিইবি বিভাগের বিভাগীয় প্রধান ড. কামরুল ইসলাম, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. আশরাফ সিদ্দিকী এবং ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. আনোয়ারুল ইসলাম সহ অন্যান্য বিভাগের শিক্ষকেরা।
সংগঠনটি খুলনা বিভাগের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক বন্ধন দৃঢ় করা এবং একাডেমিক, সাংস্কৃতিক ও সামাজিক অগ্রগতিতে সক্রিয় ভূমিকা রাখার উদ্দেশ্যে কাজ করে যাচ্ছে।