বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৭ অপরাহ্ন

ঘরে শিশুর গলকাটা মরদেহ, পাশেই আহত বাবা

  • প্রকাশের সময় : ২৫/০৬/২০২৫ ১১:৪৫:৪১
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের হাসপাতালে স্বজনদের আহাজারি।
Share
38

সিলেট নগরীর মেজরটিলা এলাকায় ঘরের ভেতর থেকে এক শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। এসময় শশিুটির মরদেহের পাশ থেকে আহত অবস্থায় তার বাবাকে উদ্ধার করা হয়েছে। বাবার গলায়ও আঘাতের চিহ্ন।


বুধবার (২৫ জুন) ৫ টার নগরীর মেজরটিলা বাজার সংলগ্ন ইসলামপুর এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।


নিহত শিশুর নাম ইনায়া রহমান। তার বয়স আনুমানিক ২ মাস।  সে ইসলামপুর এলাকার সিএনজি অটোরিকশা চালক আতিকুর রহমানের মেয়ে।


 স্থানীয়রা জানান, পরিবার নিয়ে ইসলামপুর এলাকার আনসার মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন আতিকুর। প্রতিদিনের মতো বুধবার দুপুরে খাবার খাওয়ার পর স্ত্রীসহ আতিকুর রহমানের পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন। পরবর্তীতে হঠাৎ করে আসরের দিকে চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসলে দেখতে পান আতিকুর রহমানের পাশে তার ২ মাসের মেয়ে ইনায়া রহমানের গলাকাটা এবং পাশেই সিএনজি অটোরিকশা চালক আতিকুর রহমানের গলা অর্ধেক কাটা রয়েছে।

তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক বাচ্চা শিশুকে মৃত ঘোষণা করেন। অপরদিকে, আতিকুর রহমান সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।


সিলেট মহানগর পুলিশের (এসএমপি) শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। প্রাথমিক তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।’


সিলেট প্রতিদিন / Sl


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি