সিলেটের জৈন্তাপুরে ট্রাকের ধাক্কায় মো. আনোয়ার হোসেন (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি বরিশালের বাসিন্দা এবং এসিআই কোম্পানিতে চাকরিরত ছিলেন।
বুধবার (২৫ জুন) বিকেল ৪টার দিকে সিলেট-তামাবিল সড়কের হরিপুর এলাকার করিছেরপুল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, দ্রুতগামী একটি ট্রাক একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই আনোয়ার হোসেনের মৃত্যু হয়। দুর্ঘটনায় তার মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।
তামাবিল হাইওয়ে থানার ওসি হাবিবুর রহমান জানান, নিহত আনোয়ার হোসেন এসিআই কোম্পানির কর্মকর্তা ছিলেন। দুর্ঘটনার জন্য দায়ী ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।