শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ইন্টারন্যাশনাল ফাইন্যান্স ইনভেস্টমেন্ট এন্ড কমার্স ব্যাংক (আইএফআইসি) এর উদ্যোগে ফিনান্সিয়াল লিটারেসি প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ জুন) বেলা সাড়ে এগারোটায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সিলেট শাখার নির্বাহী পরিচালক মো. খালেদ আহমেদ, বিশেষ অতিথি হিসেবে ছিলেন শাবিপ্রবির অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম ও আইএফসি ব্য্যাংকের ডিএমডি ব্রাঞ্চ বিজনেস’র প্রধান মো. রফিকুল ইসলাম, চেয়ারপারসন হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোখলেছুর রহমান। এছাড়াও প্রোগ্রামে আরও উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংক সুবিদবাজার ব্রাঞ্চ ম্যানেজার সৈয়দ মাহফুজুল ইসলাম ও জগন্নাথপুর ব্রাঞ্চ ম্যানেজার ওমর ফারুক মিষ্ঠু।
প্রোগ্রামে অংশগ্রহণ করেন বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। অনুষ্ঠানে শিক্ষার্থীদের ব্যাংকিং কার্যক্রম, সঞ্চয়, বিনিয়োগ, বাজেট পরিকল্পনা, ডিজিটাল লেনদেন, ক্রেডিট ব্যবস্থাপনা এবং সাইবার নিরাপত্তা বিষয়ে বিশদ ধারণা দেওয়া হয়। এছাড়াও, শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যতের জন্য সঠিক আর্থিক পরিকল্পনা ও বিনিয়োগের কৌশল জানাতে এই আয়োজনের উদ্যোগ নেওয়া হয়।
প্রোগ্রামে বক্তারা বলেন, ‘ফিনান্সিয়াল লিটারেসির উদ্দেশ্য হচ্ছে সারাদেশে আর্থিক সাক্ষরতা বৃদ্ধি, যাতে তারা সুষ্ঠু আর্থিক সিদ্ধান্ত নিতে পারেন। আইএফআইসি ব্যাংক চায় শিক্ষার্থীরা যাতে প্রয়োজনীয় আর্থিক জ্ঞান লাভ করে সব সেক্টরে দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারে।’
বক্তারা আরও বলেন, ‘বর্তমান যুগে শুধু একাডেমিক শিক্ষাই যথেষ্ট নয়, বরং আর্থিক বিষয়ে সচেতনতা অর্জনও একজন শিক্ষার্থীর জীবনে গুরুত্বপূর্ণ। এই ধরণের কর্মসূচি তরুণ প্রজন্মকে সঠিক আর্থিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে।’