বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৮ অপরাহ্ন

সিলেটে সাড়ে ৩ কোটি টাকার ভারতীয় কসমেটিকস জব্দ

  • প্রকাশের সময় : ২৪/০৬/২০২৫ ১১:২৫:৪৮
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি: সিলেট প্রতিদিন।
Share
20

সিলেটে বালুভর্তি ট্রাক থেকে সাড়ে ৩ কোটি টাকার ভারতীয় কসমেটিকস জব্দ করা হয়েছে।


মঙ্গলবার(২৪জুন) গোপন সংবাদের ভিত্তিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-৪৮) ও বাংলাদেশ সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে সিলেট-তামাবিল সড়কের হরিপুর নামক স্থানে বিপুল ভারতীয় কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়।


বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো.নাজমুল হক।


বিজিবি জানায়, জব্দকৃত পণ্যের মধ্যে ভারতীয়  বিভিন্ন ধরনের কসমেটিকস রয়েছে। ৪৮বিজিবি আওতাধীন এলাকায় চিনি, শাড়িসহ আরও বেশকিছু পণ্য জব্দ করা হয়। তবে সেনাবাহিনী ও বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ট্রাক রেখে পালিয়ে যাওয়ায় এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। জব্দকৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো.নাজমুল হক বলেন,

উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সেনাবাহিনীর হরিপুর ক্যাম্প সাথে যৌথ অভিযান পরিচালনা করে এই বিপুল পরিমান চোরাচালানী মালামাল জব্দ করা হয়। জব্দকৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


সিলেট প্রতিদিন / আরজে


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি