সিলেটের জৈন্তাপুর উপজেলায় ১৯ জন বাংলাদেশী নাগরিককে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পরে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) দায়িত্বাধীন মিনাটিলা বিওপির সদস্যরা অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদের আটক করেছে।
৪৮ বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৪শে জুন) ভোরে বিএসএফ ৪ ব্যাটালিয়ন কর্তৃক সীমান্তবর্তী জৈন্তাপুর কেন্দ্রী গ্রামে ১৯ জন নারীপুরুষ ও শিশুকে পুশইন করে বাংলাদেশে পাঠানো হয়েছে।
পরে মিনা টিলা বিওপির টহল টিম তাদের আটক করে। বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সকলে বাংলাদেশী নাগরিক বলে স্বীকার করে এবং ইতিপূর্বে অবৈধভাবে তারা বিভিন্ন সময়ে ভারতে গমন করেছিলো বলে জানায়।
বিজিবি সূত্রে আরো জানা যায়, আটককৃতদের মধ্যে ৩টি পরিবারে মোট ৬ জন পুরুষ, ৬ জন নারী ও ৭ জন শিশু রয়েছে। তাদের সকলের বাড়ী কুড়িগ্রাম বলে নিশ্চিত হওয়া গেছে।
এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ১৯ জন নাগরিককে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের নিমিত্তে নিকটস্হ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।