সম্প্রতি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের দায়ে অভিযুক্ত অপরাধীদের তদন্ত সাপেক্ষে সর্বোচ্চ শাস্তি ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা চেয়ে ভারপ্রাপ্ত উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শাবিপ্রবি শাখার নেতৃবৃন্দ।
সোমবার (২৩ জুন) ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিমের হাতে স্মারকলিপি তুলে দেন তারা।
এসময় উপস্থিত ছিলেন শাখা শিবিরের সভাপতি তারেক মনোয়ার ও সেক্রেটারি মাসুদ রানা তুহিনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
স্মারকলিপিতে বিশ্ববিদ্যালয়ের চলমান উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা, নারী শিক্ষার্থীদের নিরাপত্তা এবং সাম্প্রতিক ধর্ষণ ঘটনার প্রেক্ষিতে কিছু দাবিও তুলে ধরেন তারা। দাবি সমূহ হলো- উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা
বিশ্ববিদ্যালয়ের চলমান উন্নয়ন প্রকল্পসমূহে নির্মাণ সামগ্রীর মান, সময়মতো কাজ শেষ হওয়া ও প্রকল্প ব্যয় নিয়ে শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ দেখা যাচ্ছে। উন্নয়ন কাজে যেন কোনো প্রকার দুর্নীতি বা গাফিলতি না হয়, সে বিষয়ে প্রশাসনের কঠোর নজরদারি ও দায়বদ্ধতা নিশ্চিত করার দাবি জানাচ্ছি। বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন যেন প্রকৃত অর্থে শিক্ষার্থীদের কল্যাণে প্রতিফলিত হয়, সেটাই আমাদের প্রত্যাশা। ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে এসব উন্নয়ন কাজকে টেকসই ও স্বচ্ছ রাখতে জবাবদিহিমূলক ব্যবস্থা নিশ্চিত করা।
এ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নারী শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ জায়গা হওয়া উচিত। কিন্তু বাস্তবে বিভিন্ন সময় বিশেষ করে সন্ধ্যার পর ক্যাম্পাসের কিছু অংশে নিরাপত্তার অভাব লক্ষ্য করা যায়। যা আমাদের নারী শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। নারী শিক্ষার্থীদের চলাচলে নিরাপত্তা নিশ্চিত করতে টহল ব্যবস্থা জোরদার, পর্যাপ্ত লাইটিং, এবং নিরাপত্তা হেল্পলাইন চালু করাসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা।
স্মারকলিপিতে তারা আরও বলেন, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের দুই শিক্ষার্থীর বিরুদ্ধে এক নারী শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে, যা অত্যন্ত নিন্দনীয়, লজ্জাজনক এবং আমাদের সকলের জন্য উদ্বেগের বিষয়। এই ঘটনা শুধু মর্মান্তিক নয়, বরং পুরো বিশ্ববিদ্যালয় পরিবারকে প্রশ্নবিদ্ধ ও স্তম্ভিত করেছে। এই ঘটনায় জড়িত দোষীদের দ্রুততম সময়ে প্রশাসনিক ও আইনানুগভাবে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যেন ভবিষ্যতে এমন জঘন্য ঘটনা আর না ঘটে।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে ছাত্রহল পর্যন্ত রাস্তাটি বর্তমানে বেহাল অবস্থায় রয়েছে। তার অবস্থা দীর্ঘদিন ধরেই অত্যন্ত করুণ। এছাড়া বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের কাজ শুরু হওয়ার পর থেকে এ সংকট আরও তীব্র হয়েছে। রাস্তায় খানাখন্দ ও বৃষ্টির সময় কাদা জমে থাকার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। জরুরি ভিত্তিতে রাস্তাটির সংস্কার ও উন্নয়ন কাজ শুরু করার দাবি জানাচ্ছি।
এসময় শিবিরের নেতৃবৃন্দ বলেন, বিশ্ববিদ্যালয়ে বর্তমানে প্রায় ১৫ টিরও অধিক উন্নয়ন প্রকল্পের কাজ চলমান রয়েছে, যা অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয় একটি উদ্যোগ। এই প্রকল্পগুলো শিক্ষার্থীদের জন্য আরও উন্নত পরিবেশ নিশ্চিত করবে বলে আমরা আশাবাদী। এই উদ্যোগগুলোর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো, শিক্ষা-গবেষণা পরিবেশ এবং শিক্ষার্থীদের সার্বিক সুযোগ-সুবিধা অনেকাংশে উন্নত হবে। আমরা এ প্রয়াসকে আন্তরিকভাবে স্বাগত জানাই। তবে এসব উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি সাম্প্রতিক কিছু ঘটনাও বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সকলের নজরে এসেছে যা সমাধানে দ্রুত পদক্ষেপ গ্রহণ জরুরি বলে আমরা মনে করছি।