বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৮ অপরাহ্ন

এড. আব্দুল গফফার সাহেবের মৃত্যুতে বিএনপি মহাসচিব ও জেলা বিএনপির শোক

  • প্রকাশের সময় : ২৩/০৬/২০২৫ ০১:৩৩:৩০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি সংগৃহিত
Share
17

সিলেট জেলা বিএনপি'র সিনিয়র উপদেষ্টা ও জেলা বিএনপি'র একাধিকবারের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল গফ্ফার আজ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


আজ এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, "অ্যাডভোকেট আব্দুল গফ্ফার এর মৃত্যুতে তার পরিবার- পরিজনদের মতো আমিও গভীরভাবে সমব্যাথী। সাবেক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শ এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শনে গভীরভাবে বিশ্বাসী ছিলেন মরহুম অ্যাডভোকেট আব্দুল গফ্ফার। আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন-সংগ্রামে তার সাহসী ও সক্রিয় অংশগ্রহণ ছিল প্রশংসনীয়। দোয়া করি-মহান রাব্বুল আলামীন যেন তাকে জান্নাত নসীব এবং শোকাহত পরিবারের সদস্যদেরকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।"


বিএনপি মহাসচিব শোকবার্তায় অ্যাডভোকেট আব্দুল গফ্ফার এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।


এছাড়া সিলেট জেলা বিএনপি'র সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরী পৃথক শোকবার্তায় সিলেট জেলা বিএনপি'র সিনিয়র উপদেষ্টা ও জেলা বিএনপি'র একাধিকবারের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল গফ্ফার এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শোকবার্তায় নেতৃদ্বয় মরহুম অ্যাডভোকেট আব্দুল গফ্ফারকে সিলেট জেলা বিএনপি'র একজন নিবেদিতপ্রাণ নেতা হিসেবে উল্লেখ করে বলেন, তার সুযোগ্য ও দক্ষ নেতৃত্বে সিলেট জেলা বিএনপি শক্তিশালী ও গতিশীল হয়েছিল। তিনি ছিলেন সৎ ও সজ্জন ব্যক্তি।


নেতৃদ্বয় তার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকার্ত পরিবারবর্গ, গুণগ্রাহী ও শুভাকাঙ্খীদের প্রতি গভীর সমবেদনা জানান।


সিলেট প্রতিদিন / Sl


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি