বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২০ অপরাহ্ন
সভাপতি আবুল কালাম, সম্পাদক শরীফ

গোলাপগঞ্জে সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন

  • প্রকাশের সময় : ২২/০৬/২০২৫ ১১:২৬:৫৮
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
44

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি গোলাপগঞ্জ উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।


রোববার উপজেলার একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্টিত হয়।


এসময় উপজেলা বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি গোলাপগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে ও সদস্য সচিব অধির রাম বিশ্বাস এর সঞ্চালনায় প্রধান অতিথি বক্তব্য রাখেন, সমিতির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা কমিটির সভাপতি প্রমথেশ দত্ত।


প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক কল্যাণ ব্রত বিশ্বাস।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট মহানগর শাখার সভাপতি আব্দুল মালেক, উপদেষ্টা মোঃ নাছির উদ্দিন, মোঃ নুরুল হক শামীম, মোহাম্মদ শামছুদ্দিন, সিলেট জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি শেখ নুরুল ইসলাম, সহ-সভাপতি মোঃ জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শিবলু, সাংগঠনিক সম্পাদক সামছুল ইসলাম, জেলা সদস্য সফর উদ্দিন, সহ-মিডিয়া বিষয়ক সম্পাদক সাহাব উদ্দিন, আপ্যায়ন বিষয়ক সম্পাদক আলী হোসেন মুন্না।


এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কমিটির সাবেক সভাপতি হানিফ আহমদ, সাবেক সিনিয়র সহ-সভাপতি নাসির উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মাকসুদ উল করিম, সাবেক সাংগঠনিক সম্পাদক নিশি কান্ত দাশ এবং উপজেলার শিক্ষক নেতৃবৃন্দ।


অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে উপস্থিত শিক্ষকবৃন্দের সর্ব সম্মতিক্রমে আবুল কালাম আজাদকে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি আজির উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ শরীফ উদ্দিন, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মোঃ আজিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান, সহ-সাংগঠনিক মারুফ আহমদ, মহিলা বিষয়ক সম্পাদক বাহার বেগম, সহ-মহিলা বিষয়ক সম্পাদক রুজি বেগম, প্রচার সম্পাদক শাহরিয়ার আহমদ ও অর্থ সম্পাদক মুহিবুর রহমান কে মনোনীত করে আগামী তিন বছরের জন্য উপজেলা শাখার আংশিক কমিটি গঠন করা হয়। পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।


সিলেট প্রতিদিন / এমএম


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি