বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৫ অপরাহ্ন

শাবিতে ধর্ষণের ঘটনায় সাইবার বুলিংয়ের শিকার অন্য নারী শিক্ষার্থীরা

  • প্রকাশের সময় : ২২/০৬/২০২৫ ০৯:৫০:৫৫
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি সংগৃহিত
Share
18

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি)  সমাজবিজ্ঞান বিভাগের ২০২১-২২  শিক্ষাবর্ষের দুই সহপাঠী শান্ত তারা আদনান ও স্বাগত দাশ পার্থ দ্বারা এক নারী শিক্ষার্থী ধর্ষণের ঘটনা ঘটে।গত ১৯ জুন বিকালে অভিযান চালিয়ে ধর্ষণ মামলার আসামী শান্ত তারা আদনান ও স্বাগত দাশ পার্থকে গ্রেফতার করে পুলিশ। তবে এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে সমাজবিজ্ঞান বিভাগের নারী শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন। 


 রবিবার(২২জুন) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানান সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।


 জানা যায়, কতিপয় অসাধু ব্যক্তি বিভিন্ন পেইজ ও ফেইক আইডি খুলে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের অংশ নেওয়া বিভিন্ন অনুষ্ঠান, উৎসব ও ভ্রমণের সময়ের আসামী ও নারী শিক্ষার্থীসহ অন্যদের একই ফ্রেমের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে অপতথ্য প্রচার করছেন। 


এছাড়া নারী শিক্ষার্থীদের ফেইসবুক আইডির মেসেঞ্জারে ও অন্যান্য মাধ্যমে অশ্লীল ভাষায় গালাগালিসহ বিভিন্ন ধরণের হুমকি দেওয়া হচ্ছে।  গুজব ছড়ানো পেইজ ও আইডির মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হচ্ছে- ‘প্রটেক্ট মুসলিম সিস্টার্স(বেক-আপ)’, ‘নুসাইবা বিনতে কাব’, ‘সেইভ বিডি মুসলিম গার্লস’, ‘প্রিয় ক্যাম্পাস সাস্ট’, ‘ফাইট এগেইন্স্ট্ হিন্দুত্বভাদ’Ñ প্রভৃতি।


এবিষয়ে সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী জাহিদ হোসেন বলেন, আমরা লক্ষ্য করছি ধর্ষণের ঘটনার পর থেকে বিভিন্ন জায়গায় আসামী ও নারী শিক্ষার্থীসহ অন্যদের একই ফ্রেমের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে  প্রচার করছে একদল অসাধু। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। গুজব ছড়ানো ব্যাক্তিদের বলতে চাই, আপনারা এসব থেকে বিরত থাকুন। অন্যথায় আমরা আইনের আশ্রয় নিতে বাধ্য হব।


সিলেট প্রতিদিন / Sl


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি