বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৮ অপরাহ্ন
ঢাকা মহানগর পুলিশের দাবি- নিরাপত্তার স্বার্থে হেফাজতে নেওয়া হয়েছে

মবের শিকার' সাবেক সিইসি কে এম নূরুল হুদা, পুলিশের হেফাজতে

  • প্রকাশের সময় : ২২/০৬/২০২৫ ০৯:৪৫:৩১
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি সংগৃহিত
Share
29

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদাকে উত্তরা থেকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।রবিবার (২২ জুন) বিকেলে উত্তরা ৫ নম্বর সেক্টরে তাঁর ভাড়া বাসা ঘেরাও করে কিছু লোক হেনস্তা করে এবং পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেয়।


ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ‘মামুন হাসেমি দিপু’ নামের একটি ফেসবুক আইডি থেকে পোস্ট করা ওই ভিডিওতে দেখা যায়, কে এম নূরুল হুদার গলায় জুতার মালা পরানো হয়েছে। ভিডিওতে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, 'এই লোক স্বৈরাচার তৈরি করেছে।' তবে ওই বক্তার নাম-পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং তারাই সাবেক সিইসিকে উত্তরা পশ্চিম থানার পুলিশের কাছে সোপর্দ করেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার মো. মহিদুল ইসলাম বলেন, 'সাবেক সিইসির বাসা ঘেরাওয়ের খবর পেয়ে আমরা তাঁর নিরাপত্তার জন্য পুলিশ পাঠিয়ে তাঁকে হেফাজতে নিই।'

উত্তরা পশ্চিম থানার ওসি হাফিজুর রহমান জানান, স্থানীয় জনতা সাবেক সিইসিকে ধরে থানায় হস্তান্তর করেছে। পরে তাঁকে রাজধানীর শেরেবাংলা নগর থানায় পাঠানো হয়। সেখানে তাঁর বিরুদ্ধে একটি মামলা রয়েছে।

এর আগে রোববার সকালে বিএনপি রাজধানীর শেরেবাংলা নগর থানায় সাবেক তিন সিইসি- কাজী রকিবউদ্দীন আহমদ, কে এম নূরুল হুদা ও কাজী হাবিবুল আউয়ালের বিরুদ্ধে মামলা করে। মামলায় এদের পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৯ জনের নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়।

মামলায় ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচন পরিচালনায় দায়িত্ব পালনকারী নির্বাচন কমিশন সদস্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছে বিএনপি। এ বিষয়ে নির্বাচন কমিশন বরাবর একটি চিঠিও দিয়েছে দলটি।


সিলেট প্রতিদিন / Sl


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি