সিলেটে নতুন করে আরও দুইজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯ জনে।
শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৯ জনের করোনা পরীক্ষা করা হয়, যার মধ্যে দুইজনের রিপোর্ট পজিটিভ আসে।
বর্তমানে আক্রান্তদের মধ্যে ৮ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে পাঁচজন, নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে একজন, রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে একজন এবং আল হারামাইন হাসপাতালে একজন চিকিৎসাধীন।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, তবে সতর্কতা অবলম্বন এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে।