বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ -সাংগঠনিক সম্পাদক মিফতাহ আহমেদ সিদ্দিকী বলেন আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সকলকে ভেদাভেদ ভুলে একসাথে কাজ করতে হবে। তিনি সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি সমাবেশ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ।
শনিবার (২১ জুন) থানা সদর মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ আহমদ সিদ্দিকী। সভাপতিত্ব করেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হাজী মো. সাহাব উদ্দিন।
সাধারণ সম্পাদক মো. আলী আকবর ও যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ খন্দকারের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, মহানগর বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক সালেহ আহমদ খসরু, সিলেট সিলেট মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল ফাত্তাহ বকসী, সিলেট মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুব চৌধুরী, মহানগর বিএনপি নেতা সফিকুর রহমান টুটুল, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনির যুগ্ম-আহবায়ক মিফতাহুল কবির মিফতাহ, আব্দুস সামাদ তুহেল, সিলেট জেলা শ্রমিক দলের সদস্য সচিব নুরুল ইসলাম, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী সিকন্দর আলী,জেলা বিএনপির উপদেষ্টা এডভোকেট কামাল হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মো. শওকত আলী বাবুল, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক হাজী আব্দুল মান্নান মনাফ, উপজেলা বিএনপির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু তাহের মেম্বার, জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক বাহার আহমদ রুহেল, সহ সাংগঠনিক সম্পাদক মুস্তাকিম আহমদ ফরহাদ, জেলা যুবদলের সদস্য খোকন রঞ্জন দে, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক গিয়াস উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন আরিফ, ইছাকলস ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন এর কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বক্তব্য দেন এম সাইফুর রহমান ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি আল আমিন সারোয়ার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইকবাল হোসেন, যুগ্ম আহবায়ক শাহজাহান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ফরিদ উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক এডভোকেট আলাউদ্দিন, উপজেলা শ্রমিকদলের সভাপতি আবুল বাশার বাদশা, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রাইসুল ইসলাম রাজন।
উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নরুল মুত্তাকিন বাদশা, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি নেতা আব্দুল মনাফ, নজির আহমদ, আবুল কালাম, আকবর হোসেন, হাজী উমর আলী, শুকুর আলী, ডা. নুরুল আমিন, আলাউদ্দিন, মনির হোসেন, শামসুদ্দিন শাহীন, ফখরুল ইসলাম মেম্বার, জুয়েল আহমদ, শিহাব উদ্দিন মেম্বার, ওসমান খা, বিএনপি নেতা রফিকুল বারী রোম্মান, সাকির আহমদ, আবু সাঈদ মোঃ তায়েফ, এএসএম সায়েম, মারুফ আহমেদ টিপু, আসাদুল হক আসাদ, শাহিন আলী, গোলাম মাহমুদ আজম, আমিনুল ইসলাম বেলাল, উবায়দুর রহমান সজিব, জাকির হোসেন কয়েস, এবি মজুমদার রনি, সোহেল আহমদ, ইফতেখার আহমদ পাবেল, জেলা যুবদলের সহ সভাপতি লায়েক আহমদ, সহ সাধারণ সম্পাদক রুহেল আহমদ বাহার, সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাকিম আহমদ ফরহাদ, পশ্চিম ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন রবি, সাধারণ সম্পাদক সেবুল আহমদ, পূর্ব ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফখরুল আলম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সালাম, তেলিখান ইউনিয়ন বিএনপির সভাপতি আরজ আহমদ আনু মিয়া, সাধারণ সম্পাদক মনসুর আলী, ইছাকলস ইউনিয়ন বিএনপির সভাপতি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক ফয়জুল করিম, দক্ষিণ রনিখাই ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক কয়েস আহমদ, উত্তর রনিখাই ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আহমদ, সাধারণ সম্পাদক রমজান আলী, কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক সাজ্জাদ হেসেন দুদু, সদস্য সচিব গিয়াস উদ্দিন, যুগ্ন আহবায়ক রজন মিয়া, রাইসুল ইসলাম রাজন, ফরিদ উদ্দিন, কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলা উদ্দিন, সদস্য সচিব (ভারপ্রাপ্ত) মনির হোসেন, কোম্পানীগঞ্জ উপজেলা মহিলা দলের সভাপতি আফিয়া বেগম, সাধারণ সম্পাদক রাহেলা বেগম, কোম্পানীগঞ্জ উপজেলা কৃষক দলের সভাপতি বশির উদ্দিন, সাধারণ সম্পাদক নুরুল আমিন, কোম্পানীগঞ্জ উপজেলা শ্রমিকদলের সভাপতি আবুল বাশার বাদশা, সাধারণ সম্পাদক উসমান আলী প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ফ্যাসিস্ট সরকারের পতন হলেও তাদের দোসররা দেশে ঘাপটি মেরে রয়েছে। ছাত্র-জনতার রক্তে অর্জিত এই স্বাধীনতা কোন ষড়যন্ত্রে নস্যাৎ করতে দেওয়া যাবে না।
তারা আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলাকারী আওয়ামী ডেভিলদের বিচারের আওতায় আনতে হবে। লুটপাট, চাঁদাবাজি, দখলদারিত্ব বন্ধ করে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। তবেই নতুন বাংলাদেশ বিনির্মাণে সার্থক হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।