বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৩ অপরাহ্ন

আদনান সিলেট জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত

  • প্রকাশের সময় : ২১/০৬/২০২৫ ১২:০৬:১৭
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি সংগৃহিত
Share
27

সিলেট জেলা পুলিশের মে মাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে অসামান্য ভূমিকার জন্য কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) উজায়ের আল মাহমুদ আদনানকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়েছে।


গত ১৭ জুন (মঙ্গলবার) সিলেট পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা সভায় ওসি আদনানকে এ সম্মাননা প্রদান করা হয়। সভায় পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান তাঁর হাতে শ্রেষ্ঠ ওসির ক্রেস্ট ও সম্মাননাপত্র তুলে দেন। এ সময় জেলা পুলিশের উর্ধ্বতন  কর্মকর্তাসহ সিলেটের সকল থানার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন 


পুলিশ সুত্রে জানা যায়, জেলা পুলিশের কার্যক্রম গতিশীল ও জনবান্ধব করে তোলা, ওয়ারেন্ট তামিল, মামলার দ্রুত নিষ্পত্তি, মাদকদ্রব্য উদ্ধারসহ সার্বিক অপরাধ নিয়ন্ত্রণে ওসি আদনান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার এই সাফল্য কোম্পানীগঞ্জ থানাকে জেলার অন্যান্য থানার তুলনায় এগিয়ে রেখেছে।


শ্রেষ্ঠ ওসি হওয়ায় উর্ধ্বতন সকল পুলিশ কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান বলেন, দেশ ও জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারায় আমি গর্বিত। শ্রেষ্ঠত্বের এই প্রাপ্তি আমার একার নয়, আমার থানার সকল পুলিশ সদস্যদের। তাঁদের দায়িত্বশীলতায় আমি এই পুরস্কার পেয়েছি। তিনি আরো বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সাধারণ মানুষ ও সকল শ্রেণিপেশার সবাই আমাকে সহযোগিতা করেছে। কোম্পানীগঞ্জ সীমান্তবর্তী উপজেলা মাদক নির্মূল ও অপরাধ দমনসহ সামাজিক অপরাধ নির্মূলে সবাইকে সাথে নিয়ে কাজ করে যাবো ইনশাআল্লাহ।


সিলেট প্রতিদিন / Sl


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি