বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৩ অপরাহ্ন

জাকারিয়ার লাশ ফেরত দিয়েছে বিএসএফ

  • প্রকাশের সময় : ২১/০৬/২০২৫ ১১:২৯:৪১
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি সংগৃহিত
Share
29

সীমান্তের ওপারে ভারতের অংশে ঝুলে থাকা বাংলাদেশি যুবকের লাশ ফেরত দিয়েছে বিএসএফ। তবে জাকারিয়ার মৃত্যু নিয়ে রহস্য কাটছে না। জাকারিয়াকে হত্যা না সে আত্মহত্যা করেছে সেটি পরিষ্কার হয়নি। গতকাল শুক্রবার দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলার উৎমা সীমান্ত দিয়ে মরদেহটি বিজিবি’র কাছে হস্তান্তর করে বিএসএফ।


এরপর বিজিবি মরদেহটি আইনগত প্রক্রিয়ার জন্য কোম্পানিগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। এর আগে গত বৃহস্পতিবার রাতে ভারতের মেঘালয়ের পিনারসালা থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়। ময়নাতদন্ত শেষে পতাকা বৈঠকের মাধ্যমে লাশ ফেরত দেয়া হয়। জাকারিয়া আহমদ কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের লামা গ্রামের বাসিন্দা। পেশায় শ্রমিক জাকারিয়া গত সোমবার বিয়ে করেছিল। 

পরিবারের সদস্যরা জানিয়েছেন- বৃহস্পতিবার দুপুরে ভারতের অভ্যন্তরে একটি গাছে ঝুলন্ত মরদেহ দেখতে পান এলাকাবাসী। ঘটনাস্থলটি জাকারিয়ার বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে। ১২৫৭ নম্বর মেইন পিলারের কাছাকাছি। ঘটনার পর নিহতের চাচা গিয়াস উদ্দিন কোম্পানীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক জানিয়েছেন- ঘটনাস্থল ভারতের অভ্যন্তরে হওয়ায় বাংলাদেশ পুলিশের সেখানে যাওয়া সম্ভব হয়নি। বৈরী আবহাওয়ার কারণে ভারতীয় পুলিশও ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা সময় নিয়েছে। ময়নাতদন্ত শেষে বিএসএফ মরদেহটি হস্তান্তর করেছে। নিহতের বাবা আলাউদ্দিন জানান, কোনো পারিবারিক বিরোধ ছিল না। বুধবার রাতে আমরা একসঙ্গে খাবার খেয়ে ঘুমিয়েছিলাম। সকালে উঠে দেখি ছেলে ঘরে নেই। পরে শুনি সীমান্তের ওপারে একটি গাছে ঝুলছে তার মরদেহ।



সিলেট প্রতিদিন / Sl


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি