বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২১ অপরাহ্ন

ধর্মপাশায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : ১৯/০৬/২০২৫ ০২:৩৯:২২
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি সংগৃহিত
Share
18

স্বপ্নের ডানায় ভর করি, শিশুশ্রমের শৃঙ্খল ছিঁড়ি, এগিয়ে চলি দৃপ্ত পায়ে, আশার আগুন বুকে জ্বালি এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস  উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 


বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ১১টায় র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা প্রশাসনের সহযোগিতায়, এর আয়োজন করেন পারি ডেভেলপমেন্ট ট্রাস্ট ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ধর্মপাশা এরিয়া প্রোগ্রাম। 


দিবসটির লক্ষ্য উদ্দেশ্য নিয়ে বিস্তর আলোচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায়, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুর রহমান কবীর, পারি'র কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার সিক্তা চাম্বু গং, মনিটরিং অফিসার মনিরুজ্জামান মজুমদার, দৈনিক সংবাদের উপজেলা প্রতিনিধি সেলিম আহম্মেদ প্রমুখ।


সিলেট প্রতিদিন / Sl


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি